অটোমোবাইল ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
ভারতের জনপ্রিয় ভ্রমণ উপযোগী (ট্যুরার) মোটরসাইকেল সিরিজ বাজাজ ডমিনার ২৫০ ও ডোমিনার ৪০০ নতুন রূপে বাজারে আসছে। সম্প্রতি সংস্থা একটি টিজার (ইঙ্গিতমূলক ভিডিও) প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে দুইটি মডেলেই থাকছে সম্পূর্ণ নতুন এলসিডি তথ্যপ্রদর্শক প্যানেল থাকছে।
সম্প্রতি একাধিক ডিলারশোরুমে দেখা গেছে নতুন রূপে সাজানো ডমিনার ৪০০ মডেল। সেখানেই নজরে আসে পালসার ৪০০ মডেলের মতো তথ্যসমৃদ্ধ বড় ডিসপ্লে ও নতুন সুইচ পদ্ধতি, যা মেনু ঘোরানো ও সেটিং বদলানোকে অনেক সহজ করে দেবে। আগের মডেলের ট্যাঙ্কের উপর বসানো দ্বিতীয় পর্দা (সেকেন্ডারি ডিসপ্লে) এবার বাদ দেওয়া হয়েছে, ফলে মোটরসাইকেলের সামনের অংশ আরও পরিষ্কার ও ঝরঝরে দেখাবে।
ইঞ্জিনে না থাকলেও সুবিধায় বড় পরিবর্তন
ডমিনার সিরিজে ইঞ্জিন ও গাঠনিক কাঠামোতে (চ্যাসিসে) বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।
ডমিনার ২৫০ মডেলে থাকছে আগের মতোই ২৪৯ সিসির একক সিলিন্ডারের ইঞ্জিন
অন্যদিকে ডমিনার ৪০০ মডেলে থাকছে ৩৭৩ সিসির ডুয়েল ওভারহেড ক্যাম ইঞ্জিন
তবে নতুন তথ্যপ্রদর্শক ডিসপ্লে, উন্নত সুইচ ব্যবস্থা এবং সফটওয়্যার নির্ভর নেভিগেশন, কল ও বার্তা সতর্কবার্তা যুক্ত হওয়ায় ব্যবহারিক দিক থেকে বাইক দুইটি অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে, বিশেষ করে যারা দৈনন্দিন যাত্রা ও দীর্ঘপথে ভ্রমণ করেন।

ভারতের কিছু অঞ্চলে ডমিনারের বাজার শক্ত থাকলেও, সামগ্রিক বিক্রি গত কিছু বছরে অনেকটাই কমে গিয়েছিল। তবে আধুনিক ডিজিটাল প্যানেল ও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত করে বাজাজ আশাবাদী—এই পরিবর্তন ২০২৬‑এর শুরুতে বাজারে আবারও আলোড়ন তুলবে।
বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণ বাইকার ও আরামপ্রিয় যাত্রীদের নজর কাড়তে এই সংস্করণ কার্যকর হবে বলেই সংস্থার ধারণা।
আরও পড়ুন: ২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ
নতুন রূপে সাজানো ডমিনার সিরিজ প্রমাণ করতে চায়—পরিবর্তন শুধু শক্তির মধ্যে নয়, আরাম ও প্রযুক্তির মিলনেও। ডিজিটাল যুগের নতুন বাইকারদের উপযোগী করে আবারও রাস্তায় ফিরছে বাজাজের শক্তিশালী যোদ্ধা।
এজেড