অটোমোবাইল ডেস্ক
৩০ জুন ২০২৫, ১১:২১ এএম
হেলমেট মোটরসাইকেল চালকের সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। শুধু দুর্ঘটনার সময় নয়, ধুলাবালি, রোদ-বৃষ্টি থেকেও এটি মাথা ও মুখকে রক্ষা করে। কিন্তু অনেক চালকই হেলমেট ব্যবহারের পর নিয়মিত পরিচর্যার কথা ভাবেন না। অথচ নিয়মিত পরিষ্কার না করলে হেলমেট থেকে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া সংক্রমণ, এমনকি স্কিন অ্যালার্জিও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হেলমেট অন্তত মাসে একবার ভালোভাবে পরিষ্কার করা উচিত। তবে যদি আপনি প্রতিদিন দীর্ঘ সময় বাইক চালান, অতিরিক্ত ঘামেন বা ধুলাবালি বেশি হয়—তাহলে প্রতি দুই সপ্তাহে একবার পরিষ্কার করাই ভালো।
ভেতরে ঘাম জমে দুর্গন্ধ সৃষ্টি করে
ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্ম নেয়
মাথার ত্বকে খুশকি, র্যাশ বা চুল পড়ার সমস্যা হতে পারে
বাইরের অংশে ধুলাবালি জমে হেলমেটের সৌন্দর্য ও স্থায়িত্ব কমে
ভিসর ঝাপসা হয়ে গিয়ে ভিউ ব্লক করে, যা দুর্ঘটনার কারণ হতে পারে

হেলমেট সাধারণত দুটি অংশে পরিষ্কার করা হয়: বাইরের খোলস ও ভেতরের প্যাডিং।
হেলমেটের বাইরের অংশে শুকনা ধুলা থাকলে প্রথমে একটি নরম কাপড় বা ব্রাশ দিয়ে মুছে নিন।
এরপর হালকা গরম পানিতে মাইল্ড সাবান (যেমন: শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট) মিশিয়ে একটি সফট কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতোভাবে মুছুন।
ভিসরের অংশ (চশমার মতো স্বচ্ছ ঢাকনা) সাবধানে পরিষ্কার করুন, যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে।
শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি শুকনো কাপড়ে মুছে নিন এবং বাতাসে ভালোভাবে শুকাতে দিন।
যদি হেলমেটের ইনার প্যাডগুলো খুলে ফেলা যায়, তাহলে আলাদা করে ধুতে পারেন।
একটি গামলায় সামান্য গরম পানিতে মাইল্ড সাবান মিশিয়ে প্যাডগুলো ভিজিয়ে কিছুক্ষণ রাখুন।
এরপর হাত দিয়ে আলতো করে ধুয়ে নিন এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কেচে ফেলুন।
রোদে না শুকিয়ে ছায়ায় বাতাসে শুকাতে দিন, যাতে ফোম নরম থাকে।

ভিজে কাপড় দিয়ে আলতোভাবে মুছে পরিষ্কার করতে হবে।
কখনোই হেলমেটে হেয়ার স্প্রে, পারফিউম বা হার্ড কেমিক্যাল ব্যবহার করবেন না।
রোদে বেশি সময় হেলমেট শুকাতে দেবেন না, এতে রঙ ও ফোম নষ্ট হয়।
পরিষ্কারের সময় ভিসর স্ক্র্যাচপ্রুফ কি না দেখে নিন।
আরও পড়ুন: গাড়ি-মোটরসাইকেল কত দিন পরপর ধোয়া উচিত?
হেলমেট শুকানোর সময় ভেতরে সংবাদপত্র গুঁজে দিলে গন্ধও কমে ও দ্রুত শুকায়।
নিয়মিত হেলমেট পরিষ্কার শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নয়, এটি আপনার স্বাস্থ্যের সঙ্গেও সরাসরি জড়িত। তাই মাসে অন্তত একবার, আর বেশি ব্যবহার হলে আরও ঘনঘন পরিষ্কার করুন। সঠিক যত্ন নিলে হেলমেট যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনি আপনার যাত্রাও হয় আরও নিরাপদ ও আরামদায়ক।
এজেড