images

অটোমোবাইল

রাতে মোটরসাইকেল রাইডে এসব নিয়ম মানুন

অটোমোবাইল ডেস্ক

২৩ জুন ২০২৫, ০১:০৪ পিএম

দিনের তুলনায় রাতের বেলা মোটরসাইকেল চালানো অনেক বেশি চ্যালেঞ্জিং ও বিপজ্জনক। কম আলো, সীমিত দৃষ্টি, ক্লান্তি এবং কখনও কখনও ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি—সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি। তবে কিছু সচেতনতা ও প্রস্তুতি থাকলে রাতের রাইডও হতে পারে নিরাপদ ও আরামদায়ক।

চলুন জেনে নেওয়া যাক, রাতের রাইডে নিরাপদ থাকার কিছু গুরুত্বপূর্ণ কৌশল।

১. হেডলাইট ঠিক আছে কি না নিশ্চিত করুন

রাতের রাইডে সবচেয়ে বড় সঙ্গী আপনার বাইকের হেডলাইট। আলো ঝাপসা হলে বা ঠিকভাবে কাজ না করলে দৃষ্টিসীমা কমে যায়। তাই রাইডের আগে ভালো করে পরীক্ষা করুন হেডলাইট, হাই-বিম ও লো-বিম।

২. রিফ্লেক্টিভ জ্যাকেট বা পোশাক পরুন

রাতে অন্য চালকদের দৃষ্টিতে স্পষ্ট হতে রিফ্লেক্টিভ বা উজ্জ্বল রঙের জ্যাকেট, হেলমেট বা ব্যাগ ব্যবহার করুন। এতে দূর থেকেই আপনাকে চেনা যায়।

৩. হেলমেট অবশ্যই পড়ুন

দিন হোক বা রাত—নিরাপত্তার জন্য হেলমেট অপরিহার্য। তবে রাতে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ভিজারযুক্ত হেলমেট ব্যবহার করাই উত্তম, যাতে দৃষ্টিতে ব্যাঘাত না ঘটে।

৪. গতি নিয়ন্ত্রণে রাখুন

রাতের ফাঁকা রাস্তায় অনেকেই গতি বাড়িয়ে দেন, যা বিপজ্জনক হতে পারে। কারণ, রাতের রাস্তায় হঠাৎ গর্ত, গরু, কুকুর বা পথচারী চোখে পড়তে দেরি হয়।

৫. রাস্তার পাশ দিয়ে না চালিয়ে মাঝামাঝি চালান

রাস্তায় হঠাৎ পড়ে থাকা বস্তু বা সাইড থেকে আসা যানবাহন এড়িয়ে চলতে রাস্তার মাঝামাঝি লেনে থাকুন।

৬. মোবাইল ব্যবহার না করুন

রাইড চলাকালে ফোনে কথা বলা বা গান শোনা একদম নয়। রাতে মনোযোগ আরও বেশি প্রয়োজন।

inner_ride

৭. টায়ারে বাতাস ও ব্রেক ঠিক আছে কি না, তা পরীক্ষা করুন

রাতে কোথাও আটকে পড়লে সহায়তা পাওয়া কঠিন। তাই রাইডের আগে সবকিছু চেক করুন।

৮. জ্বালানি পর্যাপ্ত আছে কি না নিশ্চিত করুন

অনেক জায়গায় রাতে ফুয়েল পাম্প বন্ধ থাকে। তাই পর্যাপ্ত জ্বালানি নিয়েই বের হন।

৯. জরুরি নম্বর ও পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন

রাতে যেকোনো সমস্যা হলে ফোন যেন বন্ধ না হয়ে যায়, তাই চার্জ রাখা জরুরি। জরুরি হেল্পলাইন নাম্বারও মোবাইলে সেভ করে রাখুন।

১০. অপরিচিত বা দুর্গম রাস্তায় একা রাইড নয়

যদি একা রাইড করেন, তাহলে পরিচিত ও তুলনামূলক নিরাপদ রাস্তাই বেছে নিন। প্রয়োজনে বন্ধুকে জানিয়ে রাখুন কোথায় যাচ্ছেন।

অতিরিক্ত টিপস:

বাইকে রিফ্লেক্টর স্টিকার লাগান

মিরর ঠিকঠাক আছে কি না দেখুন

রাতে যতটা সম্ভব ট্রাফিক রুল মেনে চলুন

রাতের রাইড হতে পারে রোমাঞ্চকর, কিন্তু এর সঙ্গে জড়িত নিরাপত্তা ঝুঁকিও কম নয়। সতর্কতা, প্রস্তুতি ও সচেতনতা থাকলে রাতের বাইক রাইডও হয়ে উঠতে পারে নিরাপদ ও উপভোগ্য।

এজেড