images

অটোমোবাইল

মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের কাজ কী?

অটোমোবাইল ডেস্ক

১৪ জুন ২০২৫, ০৯:৩৯ এএম

মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ বা এক্সহস্ট সিস্টেম একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যা মূলত ইঞ্জিনের ধ্বনি এবং দূষণ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র শব্দ কমায় না, বরং ইঞ্জিনের পারফরম্যান্স ও জ্বালানি দক্ষতার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

সাইলেন্সার পাইপের মূল কাজগুলো:

১. শব্দ নিয়ন্ত্রণ:

ইঞ্জিন থেকে যে বিকট শব্দ সৃষ্টি হয়, তা সরাসরি বাইরে চলে এলে তীব্র শব্দদূষণ ঘটায়। সাইলেন্সার এই শব্দকে কমিয়ে মোটরসাইকেলকে নিরব এবং ব্যবহারবান্ধব করে তোলে।

pipe

২. ধোঁয়া নির্গমন:

ইঞ্জিনে জ্বালানি পুড়ে যে ধোঁয়া বা এক্সহস্ট গ্যাস তৈরি হয়, তা নিরাপদভাবে বাইরের দিকে বের করে দেয় সাইলেন্সার পাইপ। এতে বাইকের ইঞ্জিনে চাপ কমে এবং দীর্ঘস্থায়ী হয়।

৩. ব্যাকপ্রেশার নিয়ন্ত্রণ:

সাইলেন্সার নির্দিষ্টভাবে ডিজাইন করা হয় যাতে ইঞ্জিনের এক্সহস্ট গ্যাস ঠিকভাবে বের হয় এবং ব্যাকপ্রেশার নিয়ন্ত্রিত থাকে। সঠিক ব্যাকপ্রেশার ইঞ্জিনের পারফরম্যান্স ও ফুয়েল ইকোনমিতে সহায়ক।

innner_pipe

৪. তাপমাত্রা নিয়ন্ত্রণ:

গ্যাস বের হওয়ার সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রার হয়। সাইলেন্সার পাইপ এই তাপমাত্রাকে নির্দিষ্ট পর্যায়ে নিয়ন্ত্রণ করে বাইকের অন্যান্য যন্ত্রাংশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

৫. দূষণ নিয়ন্ত্রণ (ক্যাটালাইটিক কনভার্টার থাকলে):

অনেক আধুনিক বাইকের সাইলেন্সারে ক্যাটালাইটিক কনভার্টার থাকে যা ক্ষতিকর গ্যাস যেমন কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন অক্সাইডকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর গ্যাসে রূপান্তর করে।

আরও পড়ুন: গাড়ি-বাইকে লুকিং গ্লাস থাকে কেন?

সাইলেন্সার পাইপ শুধু বাইকের শব্দ কমানোর জন্যই নয়, বরং ইঞ্জিনের কার্যক্ষমতা ও পরিবেশবান্ধবতা নিশ্চিত করতেও অপরিহার্য। এটি ঠিকঠাক কাজ করছে কিনা, তা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সাইলেন্সার নষ্ট হলে শব্দ বাড়ে, ধোঁয়া বেশি হয় এবং ফুয়েল খরচও বেড়ে যেতে পারে।

এজেড