অটোমোবাইল ডেস্ক
৩১ মে ২০২৫, ১২:৩৩ পিএম
গ্রুপ ট্যুর মানেই রোমাঞ্চ, উত্তেজনা এবং একসঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা। তবে একাধিক মোটরসাইকেল নিয়ে যখন কেউ দলগত সফরে বের হন, তখন যেটা সবচেয়ে জরুরি হয়ে পড়ে, তা হলো — সঠিক ও নিরবিচারে যোগাযোগ। আর ঠিক এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোটরসাইকেল কমিউনিকেটর।
মোটরসাইকেল কমিউনিকেটর একটি বেতার যোগাযোগ ডিভাইস, যা সাধারণত হেলমেটে লাগানো হয়। এটি রাইডারদের মধ্যে রিয়েল-টাইম ভয়েস যোগাযোগের সুযোগ করে দেয়, একে অপরের সঙ্গে কথা বলা যায় কোনো ফোন কল ছাড়াই। ব্লুটুথ বা ইন্টারকম প্রযুক্তির মাধ্যমে এই গ্যাজেট কাজ করে।

একাধিক রাইডার একসঙ্গে চললে, সামনে কে কোথায় যাবে বা পেছনের কেউ সমস্যায় পড়েছে কিনা — এমন তথ্য আদান-প্রদানে এই ডিভাইস কার্যকর। ফোনে কল করা যেমন বিপজ্জনক, তেমনি সময়সাপেক্ষও। কমিউনিকেটর ব্যবহার করলে রাইড চলাকালীন সরাসরি কথা বলা যায়।
দুর্ঘটনা, দিকভ্রষ্টতা বা জরুরি পরিস্থিতিতে দলের সবাই যেন দ্রুত একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে — সেই দিক থেকে এটি জীবনরক্ষাকারী হতে পারে।

হেলমেটের কমিউনিকেটরের মাধ্যমে মোবাইলের জিপিএস নির্দেশনা সরাসরি শোনা যায়। ফলে রাইডারের মনোযোগ রাস্তার দিকেই থাকে, বারবার মোবাইল দেখার ঝুঁকি থাকে না।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় গান শোনা বা বন্ধুদের সঙ্গে হালকা গল্প চালিয়ে যাওয়া — সফরকে আরও আনন্দদায়ক করে তোলে।

কমিউনিকেটরের মাইক্রোফোন এবং স্পিকার এমনভাবে ডিজাইন করা হয়, যেন রাইডারের কানে স্পষ্ট শব্দ পৌঁছে এবং মুখের কথাও স্পষ্টভাবে গ্রহণ করা যায়। হেলমেটের ভেতরে বা পাশে এই যন্ত্রাংশগুলো ইনস্টল করা হয়, যাতে বাতাস বা বাইরের শব্দে ব্যাঘাত না ঘটে।
সেনা (Sena), কার্ডো (Cardo), বিটিএস-২ (BTS-2) প্রভৃতি ব্র্যান্ডের কমিউনিকেটর বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন বাজেট ও ফিচারের মডেল বাজারে পাওয়া যায়।
আরও পড়ুন: ঈদে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে গেলে করণীয় জানুন
সত্যিকারের গ্রুপ ট্যুর শুধু মোটরসাইকেল চালানো নয়, বরং সঙ্গীদের সঙ্গে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার আনন্দ। সেই অভিজ্ঞতাকে আরও মসৃণ ও নিরাপদ করতে মোটরসাইকেল কমিউনিকেটর এখন প্রাত্যহিক ট্যুর গ্যাজেটের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
এজেড