অটোমোবাইল ডেস্ক
২৬ মে ২০২৫, ০৯:২০ এএম
মোটরসাইকেল চালানোর সময় নিরাপদ ভ্রমণের জন্য হেডলাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে রাতের বেলায় বা কম আলোতে চালনার সময় সঠিকভাবে হেডলাইট ব্যবহার করা চালক এবং অন্য পথচারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। হেডলাইটে মূলত দুই ধরনের আলো থাকে — হাই বিম ও লো বিম। যাকে বেশিরভাগ মানুষ সহজে চেনেন আপার ও ডিপার নামে। এদের কাজ ভিন্ন এবং সময় ও প্রয়োজন অনুযায়ী সঠিক বিকল্পটি ব্যবহার করা জরুরি।

হাই বিম হল হেডলাইটের এমন একটি মোড, যেখানে আলো একটি সরাসরি ও দীর্ঘ দূরত্বে বিস্তৃত হয়। এর কিছু প্রধান কাজ ও বৈশিষ্ট্য হলো-
দূরবর্তী পথ আলোকিত করা: হাই বিম বেশি আলো দেয় এবং অনেক দূর পর্যন্ত রাস্তা দেখা যায়, যা হাইওয়ে বা ফাঁকা রাস্তায় চালানোর সময় কার্যকর।
আরও পড়ুন: হেলমেট কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
প্রতিকূল আবহাওয়ায় সহায়তা: কুয়াশা বা অন্ধকারাচ্ছন্ন এলাকায় ভালো দৃশ্যমানতা দেয়।
চালকের সামনে থাকা যেকোনো বাধা দ্রুত শনাক্ত করা যায়।

লো বিম হেডলাইটের এমন একটি মোড, যেখানে আলো অপেক্ষাকৃত নিচের দিকে পড়ে এবং কম দূরত্বে ছড়ায়। এর ব্যবহার হয় সাধারণত জনবহুল এলাকায়। এর কাজ হলো-
সম্মুখগামী গাড়ির চালকদের চোখে আলো না লাগানো: লো বিম সরাসরি চোখে না গিয়ে নিচু পথে আলো ফেলে, যা দুর্ঘটনার ঝুঁকি কমায়।
শহর বা লোকালয়ে চালানোর সময় উপযোগী: যেখানে রাস্তার আলো থাকে বা অন্য গাড়িও কাছাকাছি চলে, সেখানে লো বিম ব্যবহার করা উত্তম।
ট্রাফিক আইন মেনে চলা: অনেক দেশে হাই বিম শহরের ভেতর ব্যবহার করা নিষিদ্ধ বা সীমিত।

মোটরসাইকেলের হেডলাইটের হাই বিম এবং লো বিমের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সময় ও পরিবেশ বুঝে সঠিক বিম ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং অন্য চালকদের জন্যও সহনীয় পরিবেশ বজায় থাকে। তাই সচেতনতা ও ট্রাফিক নিয়ম মেনে হেডলাইট ব্যবহার করা প্রত্যেক মোটরসাইকেল চালকের দায়িত্ব।
এজেড