অটোমোবাইল ডেস্ক
২৪ মে ২০২৫, ১০:২৩ এএম
বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হারলে ডেভিডসন তাদের জনপ্রিয় মডেল ফ্যাট বয়-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ একটি সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণটির নাম দেওয়া হয়েছে ফ্যাট বয় গ্রে গোস্ট, যা ইতোমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
১৯৯০ সালে প্রথম বাজারে আসে হারলে ডেভিডসন ফ্যাট বয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এটি বাইকারদের মধ্যে একটি আবেগের নাম হয়ে দাঁড়িয়েছে। এবার ৩৫ বছর পূর্তিতে হার্লে তাদের ‘আইকনস কালেকশন’-এ যুক্ত করল এই নতুন স্পেশাল এডিশন — ফ্যাট বয় গ্রে গোস্ট।

রুপালি ও হলুদ রঙে বিশেষ ভাবে তৈরি এই বাইকটি শুধু দেখতে নয়, প্রযুক্তিগত দিক থেকেও অত্যাধুনিক। বাইকটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে Physical Vapor Deposition (PVD) প্রযুক্তি, যার ফলে এর এক্সজস্ট, ফুয়েল ট্যাঙ্ক ও ফেন্ডারে রয়েছে একটি অসাধারণ মেটালিক মিরর ফিনিশ — যা দেখতে অনেকটা টার্মিনেটর ২ সিনেমার T-1000 রোবটের মতো।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
ইঞ্জিন: ১,৯১৭ সিসি মিলওয়াকি-এইট ১১৭ কাস্টম পাওয়ারট্রেন
শক্তি: ৪,৮০০ RPM-এ ১০১ bhp এবং ৩,০০০ RPM-এ ১৬৫ Nm টর্ক
গিয়ার: ৬-স্পিড ট্রান্সমিশন
সাসপেনশন: সামনে ৪৯ মিমি মনো শক, পেছনে ৪৩ মিমি
রাইড মোড: রোড, রেইন এবং স্পোর্ট
ড্যাশবোর্ড: ক্লাসিক অ্যানালগ স্পিডোমিটার ও মাল্টিফাংশনাল ডিজিটাল ডিসপ্লে
ক্রুজ কন্ট্রোল ও উন্নত ব্রেক লিভারও রয়েছে আরোহীর সুবিধা অনুযায়ী

নিরাপত্তার বিষয়েও পিছিয়ে নেই নতুন ফ্যাট বয় গ্রে গোস্ট। এতে রয়েছে—
এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম)
ট্র্যাকশন কন্ট্রোল
টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম
কর্নারিং এনহ্যান্সড এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম
ড্র্যাগ-টর্ক স্লিপ কন্ট্রোল
হারলে ডেভিডসনের ওয়েবসাইট অনুযায়ী, ফ্যাট বয় গ্রে গোস্ট-এর আন্তর্জাতিক মূল্য ২৫ হাজার ৩৯৯ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় আনুমানিক ৩০ লাখ টাকা (সরকারি শুল্ক, কর ও রেজিস্ট্রেশন খরচ বাদে)।
আরও পড়ুন: নিরাপদে মোটরসাইকেল চালানোর ১০টি টিপস
ফ্যাট বয় গ্রে গোস্ট শুধু একটি বাইক নয়, এটি হার্লে ডেভিডসনের এক ঐতিহ্যের আধুনিক রূপ। যারা প্রিমিয়াম সেগমেন্টের ক্লাসিক বাইক খুঁজছেন এবং এক্সক্লুসিভ কিছু চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ। বাংলাদেশেও হার্লে ডেভিডসনের শোরুম বা অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে শিগগিরই মডেলটি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এজেড