অটোমোবাইল ডেস্ক
০৫ মে ২০২৫, ১১:০৭ এএম
যেসব মানুষের উচ্চতা কম তারা মোটরসাইকেল চালাতে হিমশিম খান। কেননা, দুই চাকার এই বাহন দুই পা দিয়েই ব্যালেন্স রাখতে হয়। সেক্ষেত্রে উচ্চতা একটা বড় বিষয়ও। আপৎকালীন সময়ে মোটরসাইকেল থামাতে কম উচ্চতার মানুষের চেয়ে বেশি উচ্চতার মানুষ দক্ষতা দেখান বেশি।
অনেক তরুণের কাছে মোটরসাইকেল চালানোটা একটা স্বপ্ন। মাখনের মতো মসৃণ রাস্তা হোক কিংবা রাজপথই হোক, সেখান দিয়ে বাইক ছোটানোর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু দৈহিক উচ্চতা কম হওয়া বা বেঁটে হওয়ার কারণে অনেকেই বাইক চালানোর স্বপ্ন থেকে পিছিয়ে আসেন।

আসলে বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ বাইকের আসন বা সিটের উচ্চতা অনেকটাই বেশি থাকে। বলা ভালো, বেশিরভাগ বাইকের সিটই উঁচু হয়। যার ফলে কম দৈহিক উচ্চতাবিশিষ্ট বা বেঁটে রাইডারদের বাইকে বসতে প্রচুর সমস্যা হয়। আর বাইক ছোটানোর স্বপ্ন অধরাই থেকে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই
এই প্রতিবেদনে এমন ৫টি বাইকের কথা জানানো হলো, যেগুলোর সিটের উচ্চতা কম। অর্থাৎ এই সমস্ত বাইকের সিট নিচু হয়। ফলে অনায়াসে এই বাইকে বসে চালাতে পারবেন রাইডাররা। তাহলে দেখে নেওয়া যাক নিচু আসন বিশিষ্ট কিছু বাইকের তালিকা।

বাজাজ স্ট্রিট ১৬০ বাইক কম উচ্চতাবিশিষ্ট মানুষদের খুবই পছন্দের। এটি আসলে ক্রুজার বাইক। এর সিটের উচ্চতা মাত্র ৭৩৭ এমএম। আর এই বাইক চালানোর অভিজ্ঞতা খুব মজাদার।

রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০
এই তালিকায় পরের বাইকটি হল রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০ মডেল। এই বাইকের আসন বা সিটের উচ্চতা ৭৬৫ এমএম। যাদের উচ্চতা কম, তাদের জন্য আদর্শ এই বাইক।
আরও পড়ুন: মোটরসাইকেল স্টার্ট দিতে যে ভুল করেন বেশিরভাগ মানুষ

জাওয়া পেরাক
কম উচ্চতাবিশিষ্ট রাইডারদের জন্য তৃতীয় সেরা বাইকটি হল জাওয়া পেরাক। এটি একটি বিদেশি বাইক। কেউবা এর নাম শুনে থাকবেন। ভারতে এই বাইক বেশ জনপ্রিয়। এর আসনের উচ্চতা মাত্র ৭৫০ এমএম। অন্যান্য বাইকের তুলনায় এর সিটটি অনেক বেশি উচ্চতায় ইনস্টল করা হয়েছে।

হিরো স্প্লেন্ডর প্লাস
কমিউটার সেগমেন্টে বেশ সস্তার মোটরসাইকেল এটি। এর সিটের উচ্চতা ৭৮৫ এমএম। যাদের উচ্চতা কম, তাদের জন্য উপযুক্ত এই বাইকটি।

এই তালিকার শেষ এবং পঞ্চম মোটরসাইকেলটি হল হোন্ডার নতুন শাইন ১০০। যার উচ্চতা মাত্র ৭৮৬ এমএম। এই বাইকটির কার্ব ওয়েট হল মাত্র ৯৯ কেজি।
এজেড