images

অটোমোবাইল

দেশে ২৫০ সিসির সেমি ফেয়ারড পালসার আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক

০২ মে ২০২৫, ০২:৪৮ পিএম

বাংলাদেশের বাজারে ২৫০ সিসির সেমি ফেয়ারড পালসার আনল বাজাজ। যার মডেল বাজাজ পালসার এফ২৫০। নতুন এই মোটরসাইকেল যেমন ডিজাইনে অনবদ্য তেমনি এর ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে ২৫০ সিসির হাই পারফরমেন্স অয়েল কুলড ইঞ্জিন। 

বাইকটিতে ক্রেতারা পাবেন ফুয়েল ইনজেকশন বা এফআই সিস্টেম। ফলে বেশি মাইলেজ মিলবে নতুন পালসার থেকে। 

f250

পালসার সিরিজের নতুন এই মোটরসাইকেলে দেওয়া সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং। ফলে বাইকটির নিরাপত্তা আরও জোরদার হয়েছে। 

বাইকের ওজন ১৬৮ কেজি। এর সামনে রয়েছে টেলিস্কোপিক এবং পেছনে নাইটরক্স মনোশক সাসপেনশন। ফলে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড সবচেয়ে কম দামের মোটরসাইকেল আনল

বাইকটির দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা। 

pulsar

ঢাকা বাইক শো থেকে এই মোটরসাইকেলটি কিনতে বুকিং দিলে পাবেন ১৫ হাজার টাকার ছাড়। 

এজেড