images

অটোমোবাইল

প্রচণ্ড গরমেও মোটরসাইকেল চালকের মাথা ঠান্ডা রাখবে এই এসি হেলমেট

অটোমোবাইল ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

প্রচণ্ড গরমে মাথায় হেলমেট পরে বাইক চালানো বেশ কষ্টকর। কিন্তু নিয়ম রক্ষা এবং নিরাপত্তার কথা চিন্তা করে হেলমেট পরতেই হবে। এর বিকল্প নেই। তবে উপায়? কীভাবে মিলবে গরমে প্রশান্তি? এই উপায় খুঁজে বের করেছেন ভারতের বেঙ্গালুরুর স্টার্ট আপ কোম্পানি ব্লু-আর্মর। প্রতিষ্ঠানটি এমন একটা অভিনব হেলমেট নির্মাণ করেছে যা এই গরমের দিনেও আপনাকে বাইক চালানোর সময় স্বস্তি দেবে।

এই অভিনব হেলমেটের নাম দেওয়া হয়েছে ব্লু-স্ন্যাপ (Blusnap)। এই হেলমেট আসলে একটি কুলারের মত, আপনার পুরো মুখটাই এই হেলমেটে ঢেকে নেওয়া যায়। কিন্তু মাথা থেকে হেলমেট খোলা অনেক সহজ। মাত্র ৫-১০ সেকেন্ডের মধ্যেই এই হেলমেট আপনি খুলে ফেলতে পারবেন।

ac

কী সুবিধা এই হেলমেটে

গরমের দিনে মাথা ও শরীর ঠান্ডা রাখবে এই ব্লু-স্ন্যাপ হেলমেট। এই সময় যেখানে বাইরের তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, সেখানে বাইকে চেপে বহু দূরত্ব যাওয়া খুবই দুরূহ হয়ে ওঠে। আর তার মধ্যে রাস্তাঘাটের যানজটে আটকে পড়লে তো কষ্টের শেষ নেই। প্রতিদিনের এই সমস্যা থেকে মুক্তি দেবে ব্লু-আর্মর হেলমেট।

ac_helmet

ব্লু-স্ন্যাপ হেলমেটে কী কী ফিচার্স আছে

শুধু যে এই হেলমেট কুলারের কাজ করবে তাই নয়, বরং এটি বাতাসকেও পরিস্কার রাখবে। দূষণমুক্ত করবে বায়ু। এর ফলে রাস্তায় গাড়ি চালানোর সময় উড়ে আসা ধুলা-ধোঁয়া থেকে বাঁচতে পারবেন যাত্রীরা, বাইক আরোহীরা। 

আরও পড়ুন: মোটরসাইকেল চালকদের জন্য এলো এসি হেলমেট

এর মধ্যে যে এয়ার ফিল্টার রয়েছে তা কেবল ৩-৬ মাস অন্তর পাল্টে নিতে হবে। তবে এলাকার বায়ু কতটা নোংরা তার ওপর এটি বদলানোর মাত্রা নির্ভর করছে। যেখানে দূষণ বেশি সেখানে খুব তাড়াতাড়ি কম সময়ের ব্যবধানে এই ফিল্টার প্লেট পরিবর্তন করে নিতে হবে। 

হেলমেটের সঙ্গে যুক্ত এই ব্লু-স্ন্যাপ ডিভাইসটির দাম ভারতে ১৪ হাজার ৩২২ রুপি। বাংলাদেশের বাজারে ডিভাইসটি এখনো আসেনি। 

এজেড