images

অটোমোবাইল

ইএলএফ লুব্রিকেন্টস ও চেরি দুই মডেলের প্রিমিয়াম এসইউভি আনল

অটোমোবাইল ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

বাংলাদেশে ইএলএফ লুব্রিকেন্টসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড এবং চেরি বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি দুই মডেলের  প্রিমিয়াম স্পোর্টস ইউটিলিটি ভেইকেল (এসইউভি) এনেছে। এগুলো হলো ‘টিগো ৮ প্রো’ এবং ‘টিগো ক্রস’।

গাড়ি দুইটির উদ্বোধনী অনুষ্ঠানে অটোমোবাইল খাত শিল্পের নেতৃবৃন্দ,গাড়িপ্রেমী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়ার এবং চেরি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইএলএফ লুব্রিকেন্টস-এর মূখ্য অপিনিয়ন লিডার তামিম ইকবাল খান উপস্থিত ছিলেন।

তামিম ইকবাল বলেন, ‘টিগো ৮ প্রো প্রযুক্তিগত দিক দিয়ে বেশ উন্নত এবং অত্যন্ত আরামদায়ক, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বাংলাদেশের বাজারে এমন উচ্চ মানের গাড়ি নিয়ে আসায় চেরি-কে ধন্যবাদ। পাশাপাশি ইএলএফ লুব্রিকেন্টস বাংলাদেশে আসায় আমি আনন্দিত, কারণ গাড়ি ও মোটরবাইকের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আর এমন বিশ্বমানের ও বিশ্বস্ত লুব্রিকেন্ট ব্র্যান্ড আমাদের গাড়ি ও বাইকে ব্যবহার করে আমরা নিশ্চিন্ত থাকব বলে আমার বিশ্বাস।

ইএলএফ লুব্রিকেন্টস-এর আগমন দেশের অটোমোটিভ সার্ভিসিং ইন্ডাস্ট্রির জন্য এক উজ্জ্বল অগ্রযাত্রার সম্ভাবনা সৃষ্টি করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।। বিশ্বব্যাপী চতুর্থ স্থানে অবস্থানকারী ব্র্যান্ড ইএলএফ হাই-পারফর্ম্যান্স প্রযুক্তি, উদ্ভাবন এবং মোটরস্পোর্ট হেরিটেজের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফর্মুলা ওয়ান-এ ১৩৬ বারেরও বেশি জয়লাভ এবং সিএফ মোটরস, অ্যালপাইন রেনল্ট ও রয়্যাল এনফিল্ড-এর মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের পর ইএলএফ এখন বাংলাদেশের মোটরসাইকেল ও প্যাসেঞ্জার গাড়ির জন্য লুব্রিকেন্ট পারফর্ম্যান্সের এক নতুন দৃষ্টান্ত স্থাপনে প্রস্তুত। উদ্ভাবন ও মান নিয়ে কোন আপোষ না করে প্রতি বছর ১ বিলিয়ন ডলারের গবেষণা ও উন্নয়ন বিনিয়োগের (আর অ্যান্ড ডি) মাধ্যমে ইএলএফ কাজ করে যাচ্ছে।

ইএলএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, ইএলএফ শুধু একটি পণ্য নয়, বরং একটি ঐতিহ্যের নাম। বাংলাদেশের উষ্ণ আবহাওয়া এবং যানজটে ভরা রাস্তাগুলোর কথা মাথায় রেখে ইএলএফ-এর উন্নত ফর্মুলেশন যানবাহনের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এটি গাড়ি, মোটরবাইক, বাস, ট্রাক কিংবা সিএনজি – সব ধরনের যানবাহনের সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

Picture_

অনুষ্ঠানে এশিয়ান হোল্ডিংসের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশে চেরি’র কেবল দুইটি নতুন মডেল নয়, জীবনধারার এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। চেরি এখন বাংলাদেশের বাজারে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত, যেখানে স্থানীয় চাহিদা অনুযায়ী বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করা হবে।

নতুন গাড়ি দুইটির উল্লেখযোগ্য ফিচার

টিগো ৮ প্রো

চেরি’র বহুল প্রতীক্ষিত এসইউভি দুইটি অনুষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে। চেরি’র ‘টিগো ৮ প্রো ১.৬টি’ ফ্ল্যাগশিপ মডেলে আছে শক্তিশালী ১৯৫ বিএইচপি টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন ও প্রিমিয়াম ইন্টেরিওর, যা সবার নজর কেড়েছে। এতে আছে ভেগান লেদার সিটিং, প্যানোরামিক সানরুফ, ৯টি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি সেফটি সিস্টেম ও জেসচার কন্ট্রোলড টেলগেট, ডুয়েল ১২.৩” কার্ভড ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, প্রিমিয়াম সনি সাউন্ড সিস্টেম-এর মতো উন্নত বিভিন্ন ফিচারস। গাড়িটি প্রযুক্তিপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করবে এবং পারিবারিক ব্যবহারের জন্যও সবার পছন্দ হবে। পার্ল হোয়াইট ও অরোরা গ্রিন রঙে এই প্রিমিয়াম এসইউভি মডেলটি পাওয়া যাবে।  

টিগো ক্রস

টিগো ক্রস একটি ফিচার-সমৃদ্ধ এসইউভি, যা পারফর্ম্যান্স ও প্র্যাকটিকালিটির এক অনন্য সমন্বয়। এতে আছে ১৪৫ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, স্টাইলিশ ব্ল্যাক ড্যাশবোর্ড, ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন-এর পাশাপাশি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট ডিটেকশন ও ৩৬০° ক্যামেরার মতো উন্নত সেফটি ফিচারস। এই গাড়ির বোল্ড ডিজাইন ও উন্নত ফিচারস চালকদের স্বাচ্ছ্যন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

অনুষ্ঠানে হাই-পারফর্ম্যান্স ইঞ্জিনিয়ারিং ও আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় উপস্থাপন করা হয়।

এজেড