images

অটোমোবাইল

এই ইলেকট্রিক স্কুটারে ‘রাডার’ রয়েছে

অটোমোবাইল ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

বিশ্বের সবচেয়ে আধুনিক ইলেকট্রিক স্কুটার আনল ভারতীয় কোম্পানি আল্ট্রাভায়োলেট। যার মডেল টেসার‌্যাক্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটি শকওয়েভ, এফ৭৭ মাচ ২ এবং এফ৭৭ সুপারস্ট্রিট বাজারে এনেছে। এগুলো সেরা পারফরমেন্সের ব্যাটারিচালিত বাইক। 

এই পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ভারতের সবচেয়ে দ্রুতগামী ইলেকট্রিক বাইক তৈরি করে। এই ব্যাটারিচালিত সুপারস্ট্রিট বাইক মাত্র ২.৮ সেকেন্ডে ৬০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। 

কী কী ফিচার্স রয়েছে এই স্ট্রিট বাইকে?

আল্ট্রাভায়োলেট এফ৭৭ মাচ ২ এবং এফ৭৭ সুপার স্ট্রিট বাইকে টপ ফিচার দেওয়া হয়েছে। এই বাইক ফুল চার্জে ৩২৩ কিলোমিটার রেঞ্জ দেয়। যা অন্যসব বাইকে পাওয়া যাবে।

আরও পড়ুন: কারিজমা এক্সএমআর: হিরোর সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের বাইক

ইন্ডাস্ট্রি-লিডিং টর্ক ১০০এনএম এবং সর্বোচ্চ গতি ১৫৫ কিমি/ঘণ্টা, ডায়নামিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ডিএসসি) এবং ১০ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং, ডুয়াল চ্যানেলি এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল – বিশ্বের যেকোনও ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য প্রথম। এছাড়াও রয়েছে ৮ বছরের ব্যাটারি এবং ড্রাইভট্রেন ওয়ারেন্টি, ইউভি কেয়ার ম্যাক্স প্রোগ্রামের সঙ্গে।

ভারতে আল্ট্রাভায়োলেট টেসার‌াক্টের দাম ১ লাখ ৪৫ হাজার রুপি। এটি বিশ্বের প্রথম রাডার যুক্ত স্কুটার, ব্লাইন্ডস্পট ডিটেকশন, লেন চেঞ্জ, কলিশন অ্যালার্ট, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লেসহ একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে।

এজেড