images

অটোমোবাইল

১৬০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

অটোমোবাইল ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

images

বাজাজের পালসারপ্রেমীদের জন্য সুখবর। ১৬০ সিসির নতুন পালসার আসছে শিগগিরই। এটি মূলত ২০২৫ এডিশনের বাজাজ পালসার এনএস১৬০।

যদিও আনুষ্ঠানিক নয়া পালসার লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বাইকটি ইতিমধ্যেই বিভিন্ন ডিলারশিপে পৌঁছাতে শুরু করেছে। নতুন মডেলে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল তিনটি নতুন এবিএস মোড। এগুলো হলো রেইন, রোড এবং অফ রোড। 

আরও পড়ুন: এভাবে যত্ন নিলে মোটরসাইকেল বহুদিন টেকে

প্রতিটি মোড নির্দিষ্ট রাস্তার অবস্থার জন্য উপযুক্ত করা হয়েছে, যাতে চালক বিভিন্ন ধরনের রাস্তায় আরও ভালোভাবে বাইক নিয়ন্ত্রণ করতে পারেন। তাই বাইকটির নতুন ভার্সন যে আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করবে তা আর বলার অপেক্ষা রাখে না। চলুন মডেলটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

bajaj

পালসারে এই নতুন ভার্সনের ইঞ্জিন ওবিডি-২বি নির্গমন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, যদিও এতে পারফরম্যান্সের খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বাইকটি ১৬০.৩ সিসির অয়েল-কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যা ১৭.০৩ বিএইচপি শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের সঙ্গে পাঁচ-গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে।

আধুনিক ডিজাইন ও প্রযুক্তি

গত বছর ফেব্রুয়ারিতে পালসার এনএস১৬০ মডেলে আধুনিক নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল যুক্ত করা হয়েছিল, যা স্মার্টফোন সংযোগের সুবিধা প্রদান করে। এর মাধ্যমে চালকরা এসএমএস ও কল নোটিফিকেশন পেতে পারেন এবং গুরুত্বপূর্ণ ডেটা দেখতে পারেন। এছাড়াও বাইকটিতে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, ১২-লিটারের ফুয়েল ট্যাংক এবং সিঙ্গেল-চ্যানেল ও ডুয়েল-চ্যানেল এবিএস অপশন। বাইকটি শক্তিশালী পেরিমিটার ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি, এবং ১৭-ইঞ্চি চাকার সঙ্গে ইউএসডি ফর্ক ও প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে।

এজেড