images

অটোমোবাইল

৩০০ সিসির অ্যাপাচি মোটরসাইকেল আনছে টিভিএস

অটোমোবাইল ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম

images

ভারতের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস বাজারে তাদের নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনার প্রস্তুতি নিচ্ছে। যার মডেল অ্যাপাচি অ্যাপাচি আরটিএক্স ৩০০। 

ইতিমধ্যেই এই বাইকের ডিজাইন পেটেন্ট ফাইল করা হয়েছে, যা প্রকাশ্যে এসেছে। এতে স্পষ্ট যে টিভিএস এখন লঞ্চের প্রস্তুতি জোরদার করছে এবং আগামী ২-৩ মাসের মধ্যেই অফিসিয়াল লঞ্চ হতে পারে। অ্যাপাচি আরটিএক্স ৩০০ বর্তমানে ভারতের অন্যতম প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল।

অ্যাপাচি আরটিএক্স ৩০০ দেখতে একদম অ্যাডভেঞ্চার ট্যুরার স্টাইলের। এতে বিক-স্টাইল ফ্রন্ট মাডগার্ড, বড় উইন্ডস্ক্রিন এবং স্প্লিট হেডলাইট সেটআপ রয়েছে। আরোহী ও পিলিয়নের জন্য বড় স্প্লিট সিট রয়েছে, যা দীর্ঘ রাইডের জন্য আরামদায়ক হবে। উচ্চ হ্যান্ডেলবার থাকায় রাইডিং পজিশন হবে বেশ কমান্ডিং ও সুবিধাজনক।

এই মডেলটি সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ প্রদর্শিত হয়েছিল, যেখানে একাধিক অ্যাক্সেসরিজ যেমন ক্র্যাশ গার্ড, নাকল গার্ড, টপ বক্স ও সাইড প্যানিয়ার যুক্ত করা হয়েছিল। এতে স্পষ্ট যে টিভিএস বাইকটিকে ট্যুরিং এবং অ্যাডভেঞ্চার রাইডের জন্যই ডিজাইন করেছে।

হার্ডওয়্যার

অ্যাপাচি আরটিএক্স ৩০০ মূলত রোড-বায়াসড অ্যাডভেঞ্চার ট্যুরার। এতে সামনে ১৯-ইঞ্চি ও পেছনে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, যা টিউবলেস টায়ারে মোড়া থাকবে। সাসপেনশনের দায়িত্ব সামলাবে সামনে ইউপসাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে ডিস্ক ব্রেক থাকবে, যার সাথে ডুয়াল-চ্যানেলে এবিএস থাকবে। ফলে, বাইকটি উন্নতমানের স্টেবিলিটি ও কন্ট্রোল দেবে।

টিভিএস সবসময় তাদের মোটরসাইকেলে উন্নত প্রযুক্তি ও ফিচার প্রদান করে, আর টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০-ও তার ব্যতিক্রম নয়। এতে সম্পূর্ণ এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে। টার্ন-বাই-টার্ন নেভিগেশনও পাওয়া যাবে, যা দীর্ঘ যাত্রায় বেশ কাজে আসবে।

এছাড়া, সংস্থা এই বাইকে রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে পারে, যা ভিন্ন ভিন্ন রাইডিং মোডের সুবিধা দেবে। এবিএস মোড, ক্রুজ কন্ট্রোল ও ট্র্যাকশন কন্ট্রোল-এর মতো আধুনিক ফিচারও এতে থাকতে পারে, যা এটিকে বাজারের অন্যান্য প্রতিযোগী বাইকের থেকে এগিয়ে রাখবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

অ্যাপাচি আরটিআরের নতুন অ্যাডভেঞ্চার বাইকে ডি৪ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা মটোসুল ইভেন্টে উন্মোচিত হয়েছিল। এটি ২৯৯ সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইউনিট, যা ৯,০০০ আরপিএম গতিতে ৩৫ বিএইচপি শক্তি ও ৭,০০০ আরপিএম গতিতে ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে সিক্স-স্পিড গিয়ারবক্স থাকবে, যা দীর্ঘ রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। তবে, এতে কুইকশিফটার থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এজেড