অটোমোবাইল ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১০:২৮ এএম
জাপানি হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল হোন্ডা সিবি ৩৫০আরএস মডেল এলো নতুন রঙে। নতুন কালার দেখলে নজর ফেরানো যাবে না।
ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন রঙগুলো যুক্ত করা হয়েছে। তবে এখনও এর তবে এখনও এর নতুন মূল্য প্রকাশ করা হয়নি। অনুমান করা হচ্ছে, বর্তমান মডেলের তুলনায় নতুন সংস্করণের দাম সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ভারতে সিবি৩৫০আরএস ডিএলএক্স মডেলের দাম ২.১৫ লাখ রুপি এবং ডিএলএক্স প্রো মডেলের মূল্য ২.১৮ লাখ রুপি ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, নতুন রঙের মডেলটি ইতিমধ্যেই কিছু নির্বাচিত ডিলারশিপে পৌঁছতে শুরু করেছে।
হোন্ডা সিবি৩৫০আরএস-এর ডিএলএক্স ভ্যারিয়েন্ট দুটি নতুন রঙে লঞ্চ হয়েছে – পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক। অন্যদিকে, ডিএলএক্স ভ্যারিয়েন্টের জন্য আরও দুটি নতুন রঙ যুক্ত করা হয়েছে – ম্যাট অক্সিস গ্রে মেটালিক এবং রেবেল রেড মেটালিক।
এছাড়াও, ফুয়েল ট্যাঙ্ক ও সাইড প্যানেলে নতুন গ্রাফিক্স ডিজাইন যোগ করা হয়েছে, যা বাইকের স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলবে। যেহেতু এটি ওবিডি-২বি নির্গমন বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আপডেটেড মডেল। তাই ইঞ্জিনেও কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে, তবে এর কারিগরি স্পেসিফিকেশনে কোন পরিবর্তিত ঘটানো হয়নি।

ইঞ্জিন ও পারফরম্যান্স
হোন্ডা সিবি৩৫০আরএস একটি ৩৪৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা ২০.৭৮ বিএইচপি শক্তি ও ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ডুয়াল শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। বাইকটি সামনে ১৯ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চির চাকার কম্বিনেশন নিয়ে আসে। নিরাপত্তার জন্য সামনে ও পিছনে ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যা ব্রেকিং পারফরম্যান্স উন্নত করবে।
আরও পড়ুন: হিরোর ২ অ্যাডভেঞ্চার বাইকের বিক্রি শুরু এ মাসেই
ফিচার ও টেকনোলজি
নতুন সিবি৩৫০আরএস মডেলে আধুনিক ফিচার হিসেবে রয়েছে – ডিএলএক্স প্রো ভ্যারিয়েন্টে হোন্ডা স্মার্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম, দুটি ভ্যারিয়েন্টেই সেমি-ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল, সম্পূর্ণ এলইডি লাইটিং, স্মার্টফোন চার্জিং পোর্ট।
এজেড