images

অটোমোবাইল

হিরোর ২ অ্যাডভেঞ্চার বাইকের বিক্রি শুরু এ মাসেই

অটোমোবাইল ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ১২:১৭ পিএম

images

হিরো মোটোকর্প ২০২৫ সালের জানুয়ারিতে অটো এক্সপো ২০২৫-এ নতুন হিরো এক্সপালস ২১০ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল উন্মোচন করেছিল। প্রথমে ঘোষণা করা হয়েছিল যে ফেব্রুয়ারি ২০২৫ থেকে এর বুকিং শুরু হবে, কিন্তু অজ্ঞাত কারণে তা পিছিয়ে যায়। তবে এবার কোম্পানি নিশ্চিত করেছে যে, এক্সপালস ২১০-এর বুকিং ২০ মার্চ থেকে শুরু হবে এবং মাসের শেষের দিকে ডেলিভারি চালু হতে পারে।

এই বুকিং শুরুর সঙ্গে সঙ্গেই হিরো তাদের নতুন হিরো এক্সট্রিম ২৫০আর মডেলটির বুকিংও চালু করবে বলে জানা গিয়েছে। ফলে বাইক-প্রেমীদের জন্য মার্চ মাসটি হতে চলেছে বেশ উত্তেজনাপূর্ণ।

হিরো এক্সপালস ২১০: দাম ও ভ্যারিয়েন্ট

হিরো এক্সপালস ২১০-এর দাম ১.৭৫ লাখ রুপি (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি আগের এক্সপালস ২০০ ফোরভি মডেলের তুলনায় প্রায় ২৪ হাজার রুপি বেশি দামি। এই নতুন অ্যাডভেঞ্চার বাইক দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – বেস ও টপ মডেল। এর টপ মডেলের দাম ১.৮৬ লাখ রুপি (এক্স-শোরুম)।

hero-bike

ডিজাইনের প্রসঙ্গে বললে এক্সপালস ২১০-এর ডিজাইন একদম অ্যাডভেঞ্চার বাইকের আদলে তৈরি করা হয়েছে। এর টপ ভ্যারিয়েন্টে লম্বা উইন্ডস্ক্রিন, নাকল গার্ডস ও রিয়ার পার্সেল ব়্যাক দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলে একটি ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে যুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট করে। নিরাপত্তার দিক থেকে, বেস মডেলে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকলেও টপ মডেলে সুইচেবল ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যা রাইডিংকে আরও বেশি নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে।

এই বাইকটিতে ২১০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এছাড়াও, এতে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে, যা গিয়ার পরিবর্তন আরও মসৃণ করে তোলে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ২৪.৬ বিএইচপি শক্তি ও ২০.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা এক্সপালস ২০০ ফোরভি-এর তুলনায় আরও বেশি শক্তিশালী। বিশেষ করে, এই নতুন ইঞ্জিন ও ষষ্ঠ গিয়ার সংযোজনের ফলে এটি দীর্ঘ পথ সফরের জন্য আরও উপযুক্ত হয়ে উঠবে।

আরও পড়ুন: সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার আসবে কবে?

সাসপেনশনের জন্য, এক্সপালস ২১০-এ সামনে ২১০ মিমি ট্রাভেলসহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ২০৫ এমএম ট্র্যাভেলসহ মনোশক অ্যাবজর্ভার রয়েছে, যা অফ-রোড রাইডিংকে আরও আরামদায়ক করে। 

হিরোর এই নতুন অফারিং অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে তাদের জন্য যারা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে একটি শক্তিশালী এবং আধুনিক ট্যুরিং বাইক খুঁজছেন। এখন দেখার বিষয়, এই নতুন মডেলের জন্য বাজারের প্রতিক্রিয়া কেমন হয়।

এজেড