অটোমোবাইল ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম
সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার বাজারে আসতে চলেছে। অটো এক্সপো-তে এই ইলেকট্রিক স্কুটার মিশ্র প্রতিক্রিয়া পায়। এবার সড়কে চলার পালা।
এই ইলেকট্রিক স্কুটারটি এমন এক সময়ে প্রদর্শিত হয়েছিল, যখন হোন্ডা তাদের অ্যাক্টিভা ই ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করেছিল। উল্লেখযোগ্যভাবে, হোন্ডা ইতিমধ্যেই তাদের অ্যাক্টিভা ই স্কুটার ডিলারশিপে পাঠানো শুরু করেছে। শিগগিরই এর ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ই-এক্সেস ২০২৫ সালের শেষের দিকে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ, এটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কেটিএমের সেরা ৮ মডেলের মোটরসাইকেল
সুজুকির এই ইলেকট্রিক স্কুটার ভারতে সংস্থার প্রথম ইভি মডেল হতে চলেছে। লঞ্চের পর হোন্ডা অ্যাক্টিভা ই, টিভিএস আইকিউব, আথার রিজতা, বাজাজ চেতক এবং ওলা এস১-এর মতো জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে। এটি তিনটি আলাদা রঙের বিকল্পে উপলব্ধ এবং একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। স্কুটারটিতে এলইডি হেডলাইট, এলইডি ডেটাইম রানিং লাইট এবং এলইডি টেললাইট দেওয়া হয়েছে, যা আধুনিক ডিজাইন ফুটিয়ে তুলেছে।
ব্যাটারি ও পারফরম্যান্স
এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ৭১ কিমি প্রতি ঘণ্টা। স্কুটারটি ৩.০৭ কিলোওয়াট আওয়ারের একটি স্থায়ী এলএফপি ব্যাটারি প্যাক ব্যবহার করে, যা একবার সম্পূর্ণ চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। স্কুটারটিতে ৪.১ কিলোওয়াটের একটি ইলেকট্রিক মোটর রয়েছে, যা ১৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ই-স্কুটার ০-৮০% চার্জ হতে আনুমানিক পাঁচ ঘণ্টা সময় নেয়।
সুজুকি ই-এক্সেসের সাসপেনশন সিস্টেমে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সুইং-আর্ম ব্যবহার করা হয়েছে, যা স্ট্যাবিলিটি বাড়াতে সাহায্য করবে। স্কুটারটির সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ইউনিট দেওয়া হয়েছে, যা নিরাপত্তা ও ব্রেকিং পারফরম্যান্স উন্নত করবে।
সুজুকি ইতিমধ্যেই আইসিই স্কুটার সেগমেন্টে এক্সেস ১২৫-এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তারা ইলেকট্রিক স্কুটার বাজারেও নিজেদের উপস্থিতি দৃঢ় করতে চাইছে। তবে, এই স্কুটারের দাম কেমন হবে, তা এখনও সংস্থা প্রকাশ করেনি। উৎসব মরসুমে যদি এটি প্রতিযোগিতামূলক মূল্যে লঞ্চ হয়, তাহলে এটি ভারতে অন্যতম সেরা ইলেকট্রিক স্কুটার হয়ে উঠতে পারে।
এজেড