images

অটোমোবাইল

হিরো ইলেকট্রিক ডার্ট বাইক আনছে

অটোমোবাইল ডেস্ক

০১ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

images

মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান হিরো নতুন ইলেকট্রিক ডার্ট বাইক আনছে। ইতিমধ্যে বাইকটি তৈরির জন্য ডিজাইন পেটেন্ট করা হয়েছে। শিগগিরই এর উৎপাদন শুরু হবে।  

কি শুনে অবাক হলেন? এই তথ্য মোটেও আশ্চর্যের কিছু নয়। কারণ হিরো ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জিরো মোটরসাইকেলসের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে। ফলে, ভারতের মতো বিশাল বাজারে হিরোর প্রভাব এবং জিরো-র ইলেকট্রিক প্রযুক্তির অভিজ্ঞতা একত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

dart-bike

হিরো ডার্ট বাইকের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

লিক হওয়া ডিজাইন অনুযায়ী, এই ইলেকট্রিক ডার্ট বাইকের বডি ওভারঅল স্লিম ও লম্বাটে। এতে উঁচু ফ্রন্ট ফেন্ডার, সরু সিট, মিনিমাল সাইড প্যানেল, প্লাস্টিক লিভার গার্ড, টিউবুলার হ্যান্ডেলবার এবং প্রচলিত সুইংআর্ম দেখতে পাওয়া যাচ্ছে। তবে এটি স্ট্রিট-লিগাল নয়, কারণ এতে কিছু প্রয়োজনীয় উপাদান অনুপস্থিত।

dart-pic

ডিজাইন থেকে বোঝা যাচ্ছে, বাইকের ব্যাটারি সামনের দিকে রাখা হয়েছে এবং এটি মিড-মাউন্টেড মোটর ব্যবহার করতে পারে, যা চেইন ড্রাইভের মাধ্যমে শক্তি সরবরাহ করবে। হার্ডওয়্যারের মধ্যে রয়েছে লম্বা ট্র্যাভেল ফ্রন্ট ফর্ক, লিংকড মোনোশক, স্পোক হুইলের সঙ্গে নবি টায়ার এবং ফ্রন্ট-রিয়ার ডিস্ক ব্রেক।

আরও পড়ুন: ইয়ামাহার এই বাইক পেট্রোলের পাশাপাশি ব্যাটারিতেও চলবে

এই মুহূর্তে হিরো শুধুমাত্র ডিজাইন পেটেন্ট করেছে, বাইকের স্পেসিফিকেশন ও বাজারে আসার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে, ইলেকট্রিক ডার্ট বাইক সেগমেন্ট ভারতে জনপ্রিয় হতে কিছুটা সময় লাগতে পারে। হিরো যদি সত্যিই এটি প্রোডাকশনে নিয়ে আসে, তাহলে ভারতীয় ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন হতে পারে।

এজেড