অটোমোবাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম
সবচেয়ে কম দামে ইলেকট্রিক স্কুটার আনল হোন্ডা। হোন্ডা কিসি১ নামের এই স্কুটার ভারতে পাওয়া যাচ্ছে মাত্র ৯০ হাজার রুপিতে। জাপানি হোন্ডা কোম্পানির সবচেয়ে কম দামের স্কুটার এটা।
ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর আসরে এই স্কুটার অবমুক্ত করেছে হোন্ডা।
হোন্ডা কিউসি১ স্কুটারটি খুবই পরিষ্কার ও নূন্যতম ডিজাইন পেয়েছে। এতে অতিরিক্ত কাট-আউট বা জটিল ডিজাইন নেই। স্কুটারটি পাঁচটি রঙে পাওয়া যাবে। এগুলো হলো পার্ল শ্যাডো ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, পার্ল নাইটস্টার ব্ল্যাক, পার্ল সেরেনিটি ব্লু এবং ম্যাট ফগি সিলভার মেটালিক।
হোন্ডা কিউসি১ স্কুটারটিতে ১.৮ কিলোওয়াটের বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। স্কুটারটিতে ১.৫ কিলোওয়াট আওয়ার-এর ফিক্সড ব্যাটারি প্যাক রয়েছে, যা ৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নেয়।
আরও পড়ুন: হিরো এই প্রথম ম্যাক্সি স্কুটার আনল
নতুন স্কুটারটিতে দুইটি রাইডিং মোড দেওয়া হয়েছে – ইকো ও স্ট্যান্ডার্ড। এছাড়াও এতে ৫ ইঞ্চির এলসিডি ডিজিটাল ডিসপ্লে, ফুল এলইডি লাইটিং, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং ২৬ লিটারের স্টোরেজ স্পেস বর্তমান।
প্রসঙ্গত, কিউসি১ তার সাশ্রয়ী মূল্যের কারণে বাজারে বড় পরিবর্তন আনতে পারে। যে সকল ক্রেতারা একটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও কার্যকরী ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।
এজেড