images

অটোমোবাইল

হিরো এই প্রথম ম্যাক্সি স্কুটার আনল

অটোমোবাইল ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

images

বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো এই প্রথম ম্যাক্সি স্কুটার আনল। যার মডেল জিরো জুম ১৬০। ভারতের বাজারে নতুন এই স্কুটারটির দাম ১ লাখ ৪৮ হাজার রুপি। 

ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে এই নতুন স্কুটার উন্মোচিত হয়েছে। স্টাইল, পারফরম্যান্স ও আধুনিক ফিচারের সংমিশ্রণসহ এসেছে।

zoom-inner

হিরো জুম ১৬০-এ পেশিবহুল বডিওয়ার্ক ও উঁচু স্টান্স পরিলক্ষিত হয়েছে। যা ম্যাক্সি-স্কুটারের ডিজাইন ঘরানা বজায় রেখেছে। স্কুটারটির সামনের অংশে স্প্লিট এলইডি হেডলাইট রয়েছে, যার উপরে একটি ট্রান্সপারেন্ট ভাইজর সংযুক্ত করা হয়েছে। মডেলটি অ্যাডঙেঞ্চার স্কুটারের অনুপ্রেরণায় তৈরি। ফলে আরও স্পোর্টি লুক পেয়েছে।

স্কুটারটিতে রয়েছে ১৫৬ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৮০০০ আরপিএম গতিতে ১৪ বিএইচপি শক্তি ও ৬৫০০ আরপিএম গতিতে ১৩.৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি সিভিটি গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা স্কুটারটিকে স্মুথ রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে।

zoom2

এই স্কুটারটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ডুয়েল রিয়ার স্প্রিং সাসপেনশনের ওপর নির্ভরশীল। ব্রেকিং পারফরম্যান্সের জন্য সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। স্কুটারটি ১৪ ইঞ্চির বড় চাকা নিয়ে এসেছে, যা রাস্তার খারাপ অবস্থাতেও ভালো গ্রিপ নিশ্চিত করবে।

জুম ১৬০ মডেল সম্পূর্ণ এলইডি ইলুমিনেশন, ইগনিশনের জন্য ডায়াল সিস্টেম, কিলেস অপারেশন ও এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির সংযোজন এটিকে অন্যান্য স্কুটারের থেকে আলাদা করে তুলেছে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইক প্রদর্শন শুরু করছে

হিরো তাদের জুম ১৬০ স্কুটার পারফরম্যান্স ও আধুনিক ফিচারের দুর্দান্ত সংমিশ্রণ। এটি হিরোর প্রথন ম্যাক্সি স্কুটার। এটি শহুরে রাইডারদের পাশাপাশি লং ড্রাইভ প্রেমীদেরও আকর্ষিত করতে পারে বলে আশা করা হচ্ছে।

এজেড