অটোমোবাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক মোটরসাইকেল উৎপাদন বন্ধের ঘোষণা দিল বাজাজ অটো। বাজাজ পালসার এফ২৫০, প্লাটিনা ১১০ এবিএসের পর আরও এক বাইক বিদায় নিচ্ছে। উৎপাদন বন্ধের তালিকায় এবার যোগ হলো বাজাজ সিটি ১২৫এক্স। কোম্পানিটির পরপর তিনটি বাইকের বিক্রি বন্ধের সিদ্ধান্ত ক্রেতাদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তাদের মনে প্রশ্ন একটাই, ২০২৫ পড়ার পর থেকে কেন এমন পদক্ষেপ গ্রহণ করছে বাজাজ?
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই বাজাজ সিটি ১২৫এক্স -এর নামসহ যাবতীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে। অন্যান্য দুটি বাইকের মতো, সিটি ১২৫ এক্সের উৎপাদন বন্ধ করার প্রধান কারণ হল কম বিক্রি এবং গ্রাহকদের চাহিদার অভাব। সিটি ১১০এক্স-এর ওপর ভিত্তি করে তৈরি বাইকটি একটি মজবুত কমিউটার মডেল ছিল।
আরও পড়ুন: বাজাজ প্লাটিনা মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করল
বাজাজ সিটি ১২৫ এক্স মোটরসাইকেল
সিটি ১২৫ এক্স এমন একটি বিরল কমিউটার বাইক ছিল যা ১১০ সিসি বাইকের দামে ১২৫ সিসি-এর পারফরম্যান্স অফার করত। এটি ১২৪.৪সিসি-এর সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন দিয়ে চলত। এই ইঞ্জিন থেকে ৮০০০ আরপিএম গতিতে ১০.৭ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ১১ এনএম টর্ক পাওয়া যেত। বাইকটিতে একটি পাঁচ-গতির গিয়ারবক্স সংযুক্ত ছিল।
বাজাজ সিটি ১২৫এক্স-এর বন্ধ হয়ে যাওয়া বাজাজের কমিউটার বাইক বিভাগের একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। যদিও সংস্থার অন্যান্য মডেল বাজারে যথেষ্ট সাফল্য পাচ্ছে, কিন্তু সিটি ১২৫ এক্স-এর বিক্রি আশানুরূপ ছিল না। প্রসঙ্গত, বাজাজের এই সিদ্ধান্ত কোম্পানির ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসাবে ধরা হচ্ছে। বর্তমানে সংস্থা অধিক জনপ্রিয় এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেল তৈরি করতে চাইছে।
এজেড