images

অটোমোবাইল

সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের পালসার আনছে বাজাজ

অটোমোবাইল ডেস্ক

০১ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম

সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের পালসার মোটরসাইকেল আনছে বাজাজ। নতুন বছরের শুরুতেই এই বাইক বাজারে আসার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে নতুন পালসারের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে বাজাজ। আর তাতেই মিলেছে শক্তিশালী পালসার বাজারে আসার ইঙ্গিত।

টিজারে আসন্ন মডেলটির এগজস্টের আওয়াজ শোনানো হয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে, এটি একটি পালসার মডেল। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের মতে এই বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: নতুন বছরে আসছে নতুন পালসার

আবার টিজার থেকে এও জানা যায়, আসন্ন মডেলটি পালসার বাইকের আরএস ট্রিম। প্রসঙ্গত, বর্তমানে বাজাজ, পালসারের শুধুমাত্র আরএস২০০ নামে একটি মডেল বিক্রি করে। চলতি বছরের মে মাসে এনএস৪০০জেড লঞ্চের পর সংস্থা যদি আরএস৪০০ মডেলটি বাজারে আনে, তাহলে এটি যে কোম্পানির পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

যদি আরএস৪০০ বাজারে আসে, তাহলে এটি এনএস৪০০জেড-এর প্ল্যাটফর্ম ব্যবহার করবে। ইঞ্জিন, ফিচার এবং হার্ডওয়্যারের দিক থেকে অত্যন্ত উন্নত হবে মডেলটি। 

BAJAJ

আরএস৪০০ মডেলে এনএস৪০০জেড-এর ৩৭৩ সিসির লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা ৮৮০০ আরপিএম-এ ৩৯.৪ বিএইচপি এবং ৬৫০০ আরপিএম-এ ৩৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটি একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে। ফিচারের ক্ষেত্রে, আরএস৪০০-এ এলইডি লাইটিং, সুইচেবল ট্রাকশন কন্ট্রোল এবং চারটি রাইড মোড – রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড অন্তর্ভুক্ত থাকতে পারে।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, আরএস৪০০-এ সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে গ্যাস-চার্জড, প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক থাকতে পারে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের ও পেছনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হবে যা ১৭ ইঞ্চির অ্যালয় হুইলে লাগানো থাকবে। বাইকটিতে ডুয়াল-চ্যানেল এবিএস প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হতে পারে।

আরও পড়ুন: এই মোটরসাইকেল রাস্তায় চালানোর অনুমতি নেই

তবে বাজাজ ঠিক কী পরিকল্পনা করেছে, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এটা আর এস৪০০ হবে নাকি অন্য কোনো নতুন মডেল, তা সময়ই বলবে। ইতিমধ্যেই একাধিক টিজার প্রকাশ করা হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

এজেড