অটোমোবাইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন। একসময় বাংলাদেশের বাজারেও এই বাইক বিক্রি হতো। গেল কয়েক বছর ধরে আর দেখা যায় না। কিন্তু ভারতে বহাল তবিয়তেই রয়েছে এই বাইক। সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে এসেছে হোন্ডা সিবি ইউনিকর্ন। ২০২৫ এডিশনের এই বাইকে নতুন বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে।
ভারতের বাজারে হোন্ডা ইউনিকর্নের দাম ১ লাখ ১৯ হাজার ৪৮১ রুপি। দেশটির ওবিডি২বি নির্গমনবিধি পালনকারী ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকটিতে।
আপডেটের ফলে মোটরসাইকেলটির দাম আগের চাইতে ৮,১৮০ রুপি বৃদ্ধি পেয়েছে। পূর্বে হোন্ডা ইউনিকর্ন দাম ছিল ১ লাখ ১১ হাজার ৩০১ রুপি। নতুন মডেলটির সামনের অংশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে যুক্ত হয়েছে নতুন এলইডি হেডল্যাম্প, যা ক্রোম অ্যাকসেন্ট দিয়ে সজ্জিত। যদিও মোটরসাইকেলের বাকি ডিজাইন আগের মডেলের মতোই রাখা হয়েছে। তবে এটি এখন তিনটি নতুন রঙে উপলব্ধ – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং রেডিয়েন্ট রেড মেটালিক। পূর্ববর্তী পার্ল সাইরেন ব্লু রঙটি এই নতুন সংস্করণে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শহরের রাস্তায় চালানোর জন্য বাইক না স্কুটার ভালো?
ফিচারের দিক থেকে নতুন ভার্সনে যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও, এতে একটি ইউএসবি (ইউএসবি) টাইপ-সি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। যা যাত্রাপথে মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য বেশ উপযোগী।
২০২৫ এডিশনের হোন্ডা ইউনিকর্নে ব্যবহৃত হয়েছে একটি আপডেটেড ১৬২.৭১ সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা ওবিডি২বি নিয়মাবলী মেনে তৈরি। এই ইঞ্জিনটি আগের মডেলের তুলনায় সামান্য বেশি পাওয়ার এবং টর্ক উৎপ পালনকারী ইঞ্জিনটি ১৩ বিএইচপি এবং ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলটিতে পাঁচ-গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে। এটি যাত্রাপথে মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে।
হোন্ডা ইউনিকর্ন মোটরসাইকেল বাজারে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় নাম। নতুন আপডেট এবং ফিচারের সংযোজনের মাধ্যমে হোন্ডা আরও একবার প্রমাণ করলো যে তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের মোটরসাইকেল আপডেট করতে প্রস্তুত।
এজেড