images

অটোমোবাইল

নতুন ধরনের ইলেকট্রিক বাইক আসছে

অটোমোবাইল ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

images

শিগগিরই বাজারে আসছে নতুন ধরনের এক ইলেকট্রিক বাইক। যা আনছে ভারতের ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট । কোম্পানির বর্তমান মডেল এফ৭৭ মাচ ২ থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই নতুন মোটরসাইকেল তৈরি করা হবে। যদিও নতুন বাইকের বৈশিষ্ট্য সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কোম্পানির ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, এটি হতে পারে একটি সম্পূর্ণ নতুন ধরনের ইলেকট্রিক বাহন। 

e-bike

সম্প্রতি অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৪ ইভেন্টে  আল্ট্রাভায়োলেট তাদের কনসেপ্ট এক্স অ্যাডভেঞ্চার বাইক প্রদর্শন করেছে, যা মাচ ২-এর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। এই বাইকে প্রায় একই ধরনের হার্ডওয়্যার, ব্যাটারি এবং মোটরের ব্যবহার দেখা গেছে। তবে এটি কোনো হার্ডকোর অ্যাডভেঞ্চার বাইক নয়। এতে ১৭ ইঞ্চির চাকা, প্রচলিত সাসপেনশন সিস্টেম এবং রোড-বায়াসড প্রোফাইল রয়েছে। ধারণা করা হচ্ছে, আল্ট্রাভায়োলেট তাদের পরবর্তী প্রোডাকশনের জন্য এই অ্যাডভেঞ্চার বাইকটিকেই বেছে নিতে পারে, কারণ এ ধরনের বাইক বহুমুখী ব্যবহার এবং চাহিদার কারণে বাজারে বেশ জনপ্রিয়।

e-bike-ic

আগামী তিন বছরের মধ্যে আল্ট্রাভায়োলেট চারটি ভিন্ন সেগমেন্টের মোটরসাইকেল বাজারে আনতে চায়। এগুলো হলো—অ্যাডভেঞ্চার, ক্রুজার, রোডস্টার এবং সুপারস্পোর্টস। 

বর্তমানে কোম্পানির একমাত্র অফার এফ৭৭ মাচ ২, যা তাদের ব্র্যান্ড পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ হলেও, বিভিন্ন সেগমেন্টে প্রবেশ না করলে আল্ট্রাভায়োলেটকে একমাত্র একটি ধাঁচের ব্র্যান্ড হিসেবে গণ্য করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারের দাম বাড়ছে

২০২৫ সালে আসতে চলা নতুন বাইকটি আল্ট্রাভায়োলেটের বৈদ্যুতিক বাইক ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নতুন সেগমেন্টে প্রবেশ করে কোম্পানি বৈচিত্র্যময় পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে চায়।

এজেড