images

অটোমোবাইল

পৃথিবীর সবচেয়ে সস্তা ১০০ সিসির মোটরসাইকেল এটাই

অটোমোবাইল ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

শুধু সস্তা নয়। যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে সস্তা বাইক কোনটা? হ্যা, ভারতীয় কোম্পানির সঙ্গে এর যোগ রয়েছে। বিশ্বের সবচেয়ে সস্তা টু হুইলারটি চমৎকার মাইলেজও দেয়। এক লিটার তেলে পাড়ি দিতে পারে ৮০ কিমি পথ। কম কথা না কি!

বিশ্বের সবচেয়ে সস্তা বাইকটি তৈরি করেছে টিভিএস মোটরস। মডেলটির নাম এক্সএল ১০০। এটা শুধু সস্তা নয়, ব্যাপক জনপ্রিয় মডেলও। এটা মূলত মোপেড। বাইকের সস্তার বিকল্পও বলা যায়। তবে দাম কম হলেও কাজে তুলনাহীন। এই টু হুইলারটি অধিকাংশ ক্ষেত্রে মাল বয়ে নেওয়ার কাজেই ব্যবহার হয়। তবে ব্যক্তিগত পরিবহনের জন্যও অনেকে ব্যবহার করেন।

আরও পড়ুন: শীতে মোটরসাইকেল স্টার্ট না নিলে কী করবেন?

টিভিএস এক্সলএল ১০০ মডেলের দাম ভারতে ৪৪ হাজার রুপি থেকে শুরু। বাংলাদেশে দাম প্রায় দ্বিগুণ।  তবে এর টপ মডেলের দাম ভারতে ৬০ হাজার রুপি। এতে ১০০ সিসি-এর ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৪.৪ বিএইচপি পাওয়ার জেনারেট করে। টর্ক প্রায় ৬.৫ এনএম। ওজন খুবই হালকা। কার্ব ওয়েট ৮৯ কিলোগ্রাম।

tvs

এতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। স্পিডোমিটারটি অ্যানালগ স্টাইলের। এতে চালক ডিআরএল (ডে টাইম রানিং লাইট) দেখতে পাবেন। এছাড়াও এতে ফুয়েল গেজ দেওয়া হয়েছে, ফলে ট্যাঙ্কে কত পেট্রল অবশিষ্ট রয়েছে সহজেই জানা যায়। একইসঙ্গে এতে ফ্রন্ট ক্যারিয়ারও দেওয়া হয়েছে, যার উপর চালক লাগেজ লোড করতে পারবেন।

আরও পড়ুন: বাজাজের সেরা পালসার এটাই

বাইকে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটি অপশনই দেওয়া হয়েছে। ১ লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। কম দাম এবং চমৎকার মাইলেজের কারণে টিভিএসের এই মডেলটি বিশেষ করে গ্রামীণ এলাকায় খুবই জনপ্রিয়। তবে সিটি রাইডের জন্যও এটা চমৎকার।

এজেড