images

অটোমোবাইল

হোন্ডা আনল ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১২০ কিমি

অটোমোবাইল ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪, ১০:২৮ এএম

জাপানি হোন্ডা আন্তর্জাতিক বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার এনেছে। যার মডেল হোন্ডা অ্যাক্টিভা ই। এই স্কুটারের বিশেষ ফিচার হচ্ছে এর ব্যাটারি খুলে বাসায় নিয়ে চার্জ দেওয়া যাবে। সহজেই পরিবর্তন করা যায় এর ব্যাটারি। ফলে যারা কোথায় ই-বাইক, স্কুটার চার্জ দেবেন সেই শঙ্কায় বৈদ্যুতিক বাহন কেনেন না তারা নির্দিধায় কিনতে পারবেন। 

হোন্ডা অ্যাক্টিভা ই মডেলের স্কুটারে ব্যাটারি পরিবর্তনযোগ্য। যেকোনও সময় বদলে ফেলা যাবে। এতে স্থায়ী ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে। যা স্ট্যান্ডার্ড চার্জিং কেবলের মাধ্যমে কাজ করে।

বৈদ্যুতিক বাহনের চাহিদা ক্রমশ বাড়ছে। সে চার চাকা হোক, কিংবা দুই চাকা। এই আবহে সম্প্রতি ভারতের বাজারে এবার বৈদ্যুতিক স্কুটি লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। 

২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য ৩০টি বৈদ্যুতিক যান চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে হোন্ডা।

main_honda

অ্যাক্টিভা ই মডেলটি হোন্ডার অ্যাক্টিভা স্কুটারের বৈদ্যুতিক ভার্সন। তবে ডিজাইন একেবারে নতুন। স্কুটারের সামনে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর। একটি স্লিক এলইডি ডিআরএলও দেওয়া হয়েছে, যার ফলে লুক বদলে গিয়েছে একদম। কমপ্যাক্ট ফ্লোরবোর্ড রয়েছে। সিটও অনেকটা বড়। ব্যাজটি টেল ল্যাম্প ইউনিটের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: ফুল চার্জে ১৫০ কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার

হোন্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অ্যাক্টিভা ই মডেলের  বুকিং শুরু হবে। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি থেকে।

honda

অ্যাক্টিভা ই মডেলের স্কুটারের সিটের নিচে রয়েছে ১.৫ কিলোওয়াট আওয়ারের পরিবর্তনযোগ্য ব্যাটারি সেটআপ। পাওয়ার সরবরাহ হয় হুইল-সাইড মোটরের মাধ্যমে, যা ৪.২ কিলোওয়াট (৫.৬ বিএইচপি) শক্তি উৎপন্ন করার ক্ষমতা রাখে।

সর্বোচ্চ ৬.০ কিলোওয়াট (৮ বিএইচপি) পর্যন্ত এটা বাড়ানোও যাবে। ফুল চার্জে ১০২ কিমি পথ পাড়ি দেবে হোন্ডা অ্যাক্টিভা ই। এতে রয়েছে তিনটি রাইডিং মোড – স্ট্যান্ডার্ড, স্পোর্ট এবং ইকন।

এজেড