images

অটোমোবাইল

রয়েল এনফিল্ড ৪৪০ সিসির নতুন মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪, ১১:১৩ এএম

ভারতের গোয়াতে চলছে রয়েল এনফিল্ডের বার্ষিক বাইক প্রদর্শনী ‘মোটোভার্স ২০২৪’। এতে আত্মপ্রকাশ করল নতুন ভার্সনের মোটরসাইকেল  রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০। এই বাইক আনলে স্ক্র্যাম ৪১১ মডেলের আপডেট ভার্সন। 

আপডেট হিসাবে এটি পেয়েছে বড় ইঞ্জিন, যা আরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম, নতুন ফিচার এবং নয়া কালার। এই আপডেট থেকে বলা যায়, এবারে ৪১১ সিসি ইঞ্জিনের জমানা শেষ হতে চলেছে।

scram

পূর্বসূরী স্ক্র্যাম ৪১১ মডেলের ওপর ভিত্তি করে তৈরি রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এর চ্যাসিসে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তবে নতুন এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আবার বাকটি পাঁচটি নয়া কালার অপশনে অফার করেছে রয়েল এনফিল্ড – ফোর্স ব্লু, ফোর্স টিল, ফোর্স গ্রে, ট্রেল গ্রিন এবং ট্রেল ব্লু। 

এখন বাইকটি অ্যলয় হুইলের সঙ্গে স্পোক হুইলেও বেছে নেওয়া যাবে। সামনে রয়েছে ১৯ এবং পেছনে ১৭ ইঞ্চি হুইলের সঙ্গে ডুয়েল-পারপাস টায়ার। এর সিট হাইট ২০০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিমি।

আরও পড়ুন: ৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনছে রয়েল এনফিল্ড

উল্লেখযোগ্য ফিচার হিসাবে স্ক্র্যাম মডেলে দেওয়া হয়েছে একটি টাইপ-এ ইউএসবি চার্জার এবং ডিজিটাল অ্যানালগ ক্লাস্টার, যা পুরনো মডেলটিতেও ছিল। এছাড়া উপস্থিত একটি ট্রিপার পড নেভিগেশন। এটি বিকল্প হিসাবে কেনা যাবে।

hr

চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৪৪৩ সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ২৫.৪ বিএইচপি শক্তি এবং ৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে রয়েছে ৬-গতির গিয়ারবক্স।

হার্ডওয়্যার হিসেবে রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন। এর সঙ্গে সামনে ও পেছনে যথাক্রমে ১৯০ মিমি ও ১৮০ মিমি ট্রাভেল বর্তমান। ব্রেকিংয়ের জন্য রয়েছে ৩০০ মিমি ফ্রন্ট ও ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এর সঙ্গে আছে সুইচেবল এবিএস। জ্বালানি ছাড়া বাইকটির ওজন ১৮৭ কেজি, আগের তুলনায় ২ কেজি বেশি।

এজেড