images

অটোমোবাইল

মারুতি সুজুকি ডেজায়ার: বেস্ট সেলিং কার

অটোমোবাইল ডেস্ক

০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

মারুতি সুজুকির বেস্ট সেলিং কার ডেজায়ার। এই গাড়ির আপডেট ভার্সন আসছে এই মাসেই। এই সেডান কারের ফিচার ও ইঞ্জিন আপডেট পেতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই, এই আসন্ন গাড়ির মাইলেজের বিবরণ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ন্যানো গাড়ি আবার বাজারে ফেরানোর উদ্যোগ টাটার

মারুতি সুজুকি ডিজায়ার মাইলেজ

মাইলেজের বিস্তারিত জানার আগে জেনে নেওয়া যাক ডেজায়ারের নতুন মডেলে কোন ইঞ্জিন দেওয়া যেতে পারে। এই গাড়িতে একটি নতুন ১.২ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন যোগ করা যেতে পারে, মনে করিয়ে দিন যে এই বছরের শুরুতে লঞ্চ হওয়া নতুন সুইফটেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

car-inner

এই ইঞ্জিন ৮০ বিএইপি শক্তি এবং ১১২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গেও লঞ্চ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই সেডানের ১.২ লিটার পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট এক লিটার তেলে ২৪.৭৯ কিলোমিটার মাইলেজ দেবে, ১.২ লিটার পেট্রোল অটোমেটিক ভ্যারিয়েন্ট এক লিটার তেলে ২৫.৭১ কিলোমিটার এবং ১.২ লিটার সিএনজি ম্যানুয়াল মাইলেজ দেবে। এছাড়া ভ্যারিয়েন্টটি ৩৩.৭৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

maruti-car

কবে বাজারে আসবে এই গাড়ি?

মারুতি সুজুকির নতুন মডেল ডেজায়ার ১১ নভেম্বর বাজারে আসবে। এখন এই গাড়ি কেনার জন্য প্রিবুকিং চলছে। 

এজেড