অটোমোবাইল ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম
রয়েল এনফিল্ডের জনপ্রিয় মডেল ক্ল্যাসিক। এতদিন এই বাইকটি পাওয়া যেত ৩৫০ সিসির ইঞ্জিনে। এবার এই মডেল এলো ৬৫০ সিসির শক্তিশালী ইঞ্জিনে।
দীর্ঘদিন ধরে এই বাইককে নিয়ে উৎসাহ কম ছিল না। অবশেষে ইতালির মিলানে অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৪ অটো শোতে নয়া এই বাইক লঞ্চ করল এনফিল্ড।
লুকের দিক থেকে বাজারে থাকা ক্ল্যাসিক ৩৫০ মতোই। তবে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে ক্ল্যাসিক ৬৫০ বাইকে। রঙের ক্ষেত্রেও আকর্ষণীয় আপডেট দেওয়া হয়েছে। গ্রাহকরা খুব সহজেই পছন্দের রঙে তা কিনতে পারবেন।
বাইকটি ২০২৫ সালের শুরুতে বাজারে পাওয়া যাবে। এখন প্রি-বুক দেওয়া যাবে। শুরুতে ইংল্যান্ড ও ইউরোপের বাজারে পাওয়া যাবে। এরপর আসবে এশিয়াতে।
নয়া মডেলের রয়েল এনফিল্ডে দেওয়া হয়েছে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন। যা ৪৭ হর্স পাওয়ার এবং ৫২.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে।
আরও পড়ুন: নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইক এলো
এতে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। একই ইঞ্জিন কোম্পানির অন্যান্য বাইকেও দেখা যায়। ক্ল্যাসিক ৬৫০ মোটরসাইকেলের ওজন ২৪৩ কিলোগ্রাম। তুলনামূলক ভাবে অনেক ভারী এটি। হাইওয়েতে চালানোর জন্য সেরা এই বাইক, এমনটাই দাবি সংস্থার।
বাইকটিতে ১৪.৮ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ রাস্তায় চালানোর জন্য সেরা এই বাইক। বাইকের উচ্চতা ৮০০ মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্ ১৫৪ মিলিমিটার।
একেবারে রেট্রো ডিজাইন দেওয়া হয়েছে নতুন রয়েল এনফিল্ডে এতে। বাইকে দেওয়া সমস্ত লাইট গোলাকার এবং হেডল্যাম্পে এলইডি লাইট দেওয়া হয়েছে। পাশাপাশি ইনস্ট্রিমেন্ট ক্লাস্টার থেকে নেভগেশন সিস্টেম সহ একাধিক ফিচার দেওয়া হয়েছে।
এজেড