images

অটোমোবাইল

১৯৮৬ সালে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের দাম কত ছিল?

অটোমোবাইল ডেস্ক

২৭ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম

১৯৮৬ সালে কেনা রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলের একটি ভাউচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐতিহাসিক ওই বিল দেখে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ এখন যে বাইকের দাম ২ লাখ রুপিরও বেশি, সেটা এক সময় কিনতে ২০ হাজার রুপিও খরচ করতে হত না।

যদি বলা হয়, ভারতে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল রয়েল এনফিল্ড, একটুও বাড়িয়ে বলা হবে না হয়তো! ভারতে বুলেট বাইকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে।

dam

রয়েল এনফিল্ড তাদের একাধিক বাইকের ফিচার্স আপডেট করে চলেছে। আগের থেকে এখন ভাইব্রেশন অনেকটাই কম বলে দাবি করে সংস্থা। 

ফিচার্স আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে রয়েল এনফিল্ডের প্রতিটি মডেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে রয়েল এনফিল্ডের একাধিক মডেল। ফলে এখন এই বাইক কেনার আগে অনেকেই ২ বার ভাবেন। একইসঙ্গে বেড়েছে রয়েল এনিফিল্ডের সার্ভিসিং চার্জ।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড মোটরসাইকেল কোন কোন দেশে চলে?

রয়েল এনফিল্ডের প্রায় সব মডেলের জনপ্রিয়তাই তুঙ্গে থাকে। তবে ক্ল্যাসিক ৩৫-এর চাহিদা বোধ হয় একটু বেশি। রাস্তায় এই মডেল দেখা যায় অনেক বেশি।

dam-inner

তবে এখন বুলেট বাইকের এত দাম হলেও এক সময় কিন্তু তা ছিল না। ১৯৮৬ সালের একটি বিল সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুলেটের দাম ১৮ হাজার ৭০০ রুপি মাত্র।

আরও পড়ুন: মোটরসাইকেল তৈরির আগে ঘাস কাটার যন্ত্র বানাত রয়েল এনফিল্ড

আজ থেকে প্রায় ৩৭ বছর আগের সেই বিল। ভারতের ঝাড়খণ্ডের সন্দীপ অটো নামের শোরুমের সেই বিল এখন ভাইরাল। 

৩৭ বছর অনেকটা সময়। এখন সেই বাইকের দাম ২ লাখ রুপিরও বেশি।

এজেড