অটোমোবাইল ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ০৯:৩২ এএম
পেট্রোল-অকটেন চালিত মোটরসাইকেলের পর এবার রয়েল এনফিল্ড আনছে ইলেকট্রিক বাইক। এই বাইক ফুল চার্জে ১৫০ কিলোমিটার পথ চলতে পারবে। আকর্ষণীয় ডিজাইনে দুর্দান্ত ফিচার নিয়ে এই বাইক নভেম্বরে বাজারে আসতে চলেছে।
বাজারের অন্যসব ইলেকটিক বাইক ও স্কুটারকে পেছনে ফেলতে পারে রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক। বাইকের বাজারে রয়েল এনফিল্ড প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয়। রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, বাইকপ্রেমীদের কাছে সব সময়ই আবেগের নাম রয়েল এনফিল্ড।
আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই ৭ মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়
এবার সেই রয়্যাল এনফিল্ডই বাজারে আনতে চলেছে ইলেকট্রিক বাইক। আগামী ৪ নভেম্বর লঞ্চ করতে পারে বাইকটি। যদিও লঞ্চ করার আগেই তার টিজার প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ভাইরাল হয়েছে এই ছবিটিও, যা ইলেকট্রিক বাইকের ছবি বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
আরও পড়ুন: ভারতের দেড় গুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল
টিজার দেখে স্পষ্ট বাইকটি ইলেকট্রিক বাইক হলেও সকলের পছন্দের ক্ল্যাসিক ডিজাইনের হতে চলেছে। সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তেলের ট্যাঙ্কের জায়গাটি ইলেকট্রিক বাইকে সম্ভবত স্টোরেজ স্পেস হতে পারে।
আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়
ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইকের রেঞ্জ। আশা করা যাচ্ছে রয়েল এনফিল্ডের বাইকটি এক চার্জে প্রায় ১৫০ কিমি যেতে পারে। যদিও এই নিয়ে বিস্তারিত জানা যাবে ৪ নভেম্বর। তবে বাজারে আসতে আরও দেরি হবে, ২০২৬-ও হতে পারে।
এজেড