images

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের এই ৭ মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়

অটোমোবাইল ডেস্ক

২৪ অক্টোবর ২০২৪, ১১:১৭ এএম

মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, তরুণ থেকে বুড়ো-সবার পছন্দের বাইক রয়েল এনফিল্ড। এই মোটরসাইকেলের আওয়াজ, ডিজাইন, সিটের কভার এবং পুরো চেহারা বেশ আকর্ষিত করে বাইকপ্রেমীদের। কোম্পানির ঝুলিতে বাইকের সংখ্যা তো অনেক রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে সবথেকে বেশি বিক্রি হয় কোনগুলো জানেন? রইল সেই ৭ বাইকের খোঁজ।

আরও পড়ুন: মোটরসাইকেল তৈরির আগে ঘাস কাটার যন্ত্র বানাত রয়েল এনফিল্ড

রয়েল এনফিল্ডের সেরা সাতটি বাইক

সপ্তম স্থানে রয়েছে রয়েল এনফিল্ড সুপার মিটিওর। ৬৪৮ সিসি ইঞ্জিনের এই বাইক ভারতে অন্যতম সেরা মোটরসাইকেল। সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয় এর ইঞ্জিন থেকে। বাইকের টপ স্পিড ১৫০ কিমি প্রতি ঘণ্টা। ভারতের বাজারে এটার দাম ৩.৬৩ লাখ রুপি।

hitory

৬ নম্বরে রয়েছে রয়েল এনফিল্ড ইন্টারসেপটার/কন্টিনেন্টাল জিটি ৬৫০ মডেল। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় এই দুই ৬৫০ সিসির বাইক। রয়েছে একই ৬৪৮ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে।  দাম যথাক্রমে ৩.২ লাখ রুপি এবং ৩.১৯ লাখ রুপি।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড দেশের বাজারে ৪ মডেলের মোটরসাইকেল আনল, জানুন দাম

পঞ্চম স্থানে যে বাইকটি রয়েছে তার নাম রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০। বাইকটি গত বছর ভারতে লঞ্চ করেছে কোম্পানি। দুর্দান্ত অফ রোডিং অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান। ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ ৩৯.৪৭ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। এর দাম  ভারত ২ লাখ ৮৫ হাজার রুপি।

৪ নম্বরে রয়েছে রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০। এই বাইকে পাবেন ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করে। সুপার মেটিওর ৩৫০ মডেলের দাম ২ লাখ ৫০ হাজার রুপি।

re_inner

তৃতীয় স্থানে রয়েছে বহু মানুষের প্রিয় ও লিজেন্ডারি বাইক রয়েল এনফিল্ড বুলেট ৩৫০। এই বাইকে পাবেন ৩৫০ সিসি ইঞ্জিন এবং সেই পরিচিত দুগদুগ আওয়াজ। ভারতে বাইকটির দাম বা এক্স শোরুম মূল্য ১.৭৪ লাখ রুপি। ২০২৩ সালে বাইকটি নতুন J সিরিজ ইঞ্জিনের সঙ্গে লঞ্চ করে।

দুই নম্বরে রয়েছে তরুণদের প্রিয় বাইক রয়েল এনফিল্ড হান্টার। ৩৫০ সিসি ইঞ্জিনের এই মডেল কোম্পানির সবথেকে সস্তা ও হালকা বাইক। দাম শুরু ভারতে দেড় লাখ রুপি থেকে। ফিচার্স এবং পারফরম্যান্সের বিচারে রয়েল এনফিল্ড তথা ভারতের অন্যতম সেরা বাইক হান্টার।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে

আর প্রথম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ডের ফার্স্ট বয় ক্ল্যাসিক ৩৫০। বাইকের দাম ভারতে ১ লাখ ৯৩ হাজার রুপি। ৩৫০ সিসি ইঞ্জিনের এই বাইকে সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি হয়।

এজেড