অটোমোবাইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ এএম
রয়েল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে তখন তরুণদের মাঝে শোরগোল ঠিক তখনই জানা গেল নতুন খবর। ইলেকট্রিক বাইক বানাচ্ছে কোম্পানি। এই বাইক কবে আসবে তার দিনক্ষণও জানা গেল। এবছরের নভেম্বরেই আসছে ইলেকট্রিক রয়েল এনফিল্ড। অর্থাৎ আগামী মাসেই পাওয়া ব্যাটারিচালিত রয়েল এনফিল্ড বাইক।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড দেশের বাজারে ৪ মডেলের মোটরসাইকেল আনল, জানুন দাম
ইলেট্রিক বাইক আগামীতে রাজত্ব করবে, একথা বুঝি রয়েল এনফিল্ডের কানেও গেছে। আর তাইতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাহন আনছে ভারতীয় কোম্পানিটি।
বাজারে বৈদ্যুতিক গাড়ির থেকেও বেশি ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার এসেছে। এবারে ব্যাটারি ভিত্তিক টু হুইলারের বাজারে পা রাখতে চলেছে রয়েল এনফিল্ড। এই বাইক এই বছরের শেষ নাগাদ সড়কে চলবে।
আরও পড়ুন: ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড
সম্প্রতি রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের ফাস্ট লুক প্রকাশ পেয়েছে। একটি ভিডিওতে প্রধানত আসন্ন মডেলের সিলুয়েট দেখানো হয়েছে। বৈদ্যুতিক মোটরসাইকেলটিতে একটি নিও-রেট্রো রোডস্টার সিলুয়েট রয়েছে।
জানা গিয়েছে, সংস্থা তাদের ই-বাইকে ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ফিক্সড ব্যাটারি দেবে। অর্থাৎ তাদের বাইকে সোয়াপেবল ব্যাটারি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: রয়েল এনফিল্ডের কোন মডেল সবচেয়ে বেশি মাইলেজ দেয়?
কনসেপ্ট ভার্সনে আছে গোলাকৃতি হেডলাইট, ক্র্যাডেল ফ্রেমের সঙ্গে সংযুক্ত বড় ব্যাটারি। সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে গির্ডার ফর্ক এবং বৃহৎ অ্যালয় হুইল। সিঙ্গেল সিট সেটআপ রয়েছে এতে। এছাড়া আছে উন্মুক্ত রিয়ার ফেন্ডার ও একটি টেললাইট।
ইলেকট্রিক রয়েল এনফিল্ডে আরও থাকছে অ্যালয় হুইলস, গোল আয়না, আর একটাই মাত্র বসার জায়গা। এর পাশাপাশি এই বাইকে থাকবে উন্নত প্রযুক্তিও। নেভিগেশন, ব্লু টুথ কানেকশন, এমনকি এই বাইক চালাতে চালাতে গানও শোনা যাবে, ফোনের সঙ্গে কানেক্টও করা যাবে। । তবে এই বাইকের ইঞ্জিন কেমন হবে বা ব্যাটারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও জানানো হয়নি। আশা করা যাচ্ছে, এই বাইকে পুরো চার্জ দিলে ১৫০ কিমি চালানো যাবে এই বাইক। আর এর টপ স্পিড উঠতে পারে ১১০-১২০ কিমি/ঘন্টা অবধি। এই বাইক দাম সম্পর্কেও এখনো ধারণা পাওয়া যায়নি।
এজেড