images

অটোমোবাইল

আপনার উচ্চতা ও ওজন অনুযায়ী মোটরসাইকেল কিনুন

অটোমোবাইল ডেস্ক

০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ এএম

মোটরসাইকেল কেনার সময় চালকের উচ্চতা ও ওজন বিবেচনায় নেওয়া উচিত। সঠিক মোটরবাইক বেছে নিতে না পারলে চালাতে অসুবিধা হবে। এই যেমন লম্বা মানুষরা হালকা এবং কম সিসি-এর বাইক চালাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অন্যদিকে খাটো এবং স্বাস্থ্যবানদের জন্য ভারী এবং অধিক সিসির বাইক উপযুক্ত নয়।  তাই নিজের উচ্চতা ও ওজন অনুযায়ী বাইক পছন্দ করতে হয়। নাহলে একগাদা টাকা জলে যাবে।

বাইক কেনার সময় গ্রাহক সবার আগে কোনটা দেখেন? ইঞ্জিন, মাইলেজ কিংবা ডিজাইন। কিন্তু পরে বাইক চালাতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। তখন আফসোসের শেষ থাকে না। এর কারণ হল উচ্চতা। চালক কত ভালোভাবে বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন, তা নির্ভর করে তার উচ্চতার উপর।

bike_inner2

৫ ফুট থেকে সাড়ে ৫ ফুট: উচ্চতা যদি ৫ ফুট থেকে সাড়ে ৫ ফুট হয়, তাহলে ১১০ থেকে ১৪০ কেজি ওজনের হালকা এবং ছোট ইঞ্জিনের বাইক কেনা উচিত। তাহলে ট্র্যাফিকের মধ্যেও তিনি সহজে বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন। এই উচ্চতার চালকদের জন্য Hero Splendor, Glamour, Honda Shine, TVS Apache 160, Bajaj Pulsar 150 ইত্যাদি আদর্শ।

ride

৫.৬ ফুট থেকে ৫.১০ ফুট: যাদের উচ্চতা ৫.৬ থেকে ৫.১০ ফুট, তারা ১৩০ থেকে ১৬০ কেজির বাইক সহজে চালাতে পারবেন। ১৫০ থেকে ২০০ সিসি ইঞ্জিনের বাইক তাদের জন্য আদর্শ।

আরও পড়ুন: মোটরসাইকেল একটানা কতক্ষণ চালানো উচিত?

এই উচ্চতার চালকরা Yamaha FZ, Bajaj Pulsar NS200, Pulsar RS 200, Honda Hornet 2.0 এবং Hero Xtreme 160R ইত্যাদি বাইক কিনতে পারেন।

bike_pic

৫.১১ ফুটের বেশি: উচ্চতা ৫.১১ ফুটের বেশি হলে ১৫০ থেকে ২০০ কেজির বাইক অর্থাৎ ২০০ সিসি থেকে ৪০০ সিসি-এর ভারি বাইক তারা চালাতে পারবেন। এই উচ্চতার চালকদের শক্তিশালী এবং বড় ইঞ্জিনের বাইকই কেনা উচিত। যেমন Royal Enfield Classic 350, KTM Duke 390, Bajaj Dominar 400 ইত্যাদি।

কেন উচ্চতা অনুযায়ী বাইক কিনতে বলা হয়? এর প্রধান কারণ যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে দ্বিতীয় কারন অবশ্যই স্বাচ্ছন্দ্য। চালক সহজে মাটিতে পা ফেলতে পারবেন। আবার উচ্চতা বেশি কিন্তু বাইক হালকা হলে দীর্ঘ যাত্রায় অস্বস্তি হতে পারে। মাথায় রাখতে হবে, চালক এবং বাইকের বোঝাপড়াই শেষ কথা।

এজেড