images

অটোমোবাইল

বিএমডব্লিউ নতুন ইলেকট্রিক স্কুটার আনছে

অটোমোবাইল ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

ইলেকট্রিক বাইক ও  স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। যে কারণে দেশি-বিদেশি বিভিন্ন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক ইলেকট্রিক বাহন আনছে। এরই ধারবাহিকতায় জার্মানির প্রতিষ্ঠান বিএমডব্লিউ নতুন বৈদ্যুতিক বাহন বাজারে আসার ঘোষণা দিয়েছে। বিএমডব্লিউ সিই ০৪ মডেলের পর এবার আরও একটি নতুন ইভি মডেল আনতে চলেছে। যার মডেল বিএমডব্লিউ সিই ০২। কেমন হবে মডেলটি, চলুন জেনে নেওয়া যাক।

বিএমডব্লিউ সিই ০২ একটি প্রিমিয়াম স্কুটার হিসেবে আসবে। সংস্থার পক্ষ থেকে এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। যা থেকে বলা যায়, শিগগিরই স্কুটারটি লঞ্চ করবে।

এই স্কুটার তৈরি করা হচ্ছে ভারতেই। যা ওই দেশের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশেও রফতানি করা হবে। 

bmw

প্রসঙ্গত, বিএমডব্লিউ সিই ০২ মডেলে দেওয়া হচ্ছে একটি ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। জানা গিয়েছে, এই স্কুটার সিঙ্গেল ও ডুয়েল ব্যাটারি সেটআপসহ আসবে। অর্থাৎ এটির একটি থেকে প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার রেঞ্জ ও ৯৫ কিলোমিটার টপ-স্পিড মিলবে। আবার একটি প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার এবং ৪৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। 

আরও পড়ুন: বৃষ্টিতে কত গতিতে মোটরসাইকেল চালানো নিরাপদ?

বিএমডব্লিউ সিই ০৪ এর মতো বিএমডব্লিউ সিই ০২-তেও বেশ কিছু অত্যাধুকনিক ফিচার্স থাকবে। অনুমান করা হচ্ছে, এটির দাম ৫ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে। যে কারণে এটি দেশের মধ্যে অন্যতম দামি ই-স্কুটারের খেতাব পেতে চলেছে। সেপ্টেম্বরেই বাজারে আসছে এই স্কুটি।

এজেড