অটোমোবাইল ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড কেটিএম আনছে নতুন অ্যাডভেঞ্চার বাইক। যার মডেল কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা। ইতিমধ্যে সড়কে এই বাইকের পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন হয়েছে।

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার মডেল থেকে এই বাইক কিছুটা ছোট। নতুন মডেলে রয়েছে ছোট হেডলাইট ও এন্ডুরা স্টাইল ফেন্ডার। আবার তুলনামূলক শার্প এক্সটেনশন ট্যাঙ্কের দেখা পাওয়া গেছে। এছাড়া রয়েছে সিঙ্গেল পিস স্লিম বেঞ্চ সিট ও ছিমছাম রিয়ার সেকশন।

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা-তে থাকছে একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক, মোনোশক সাসপেনশন, ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল। এর সঙ্গে থাকবে এবিএস, ট্রাকশন কন্ট্রোল। আবার ফুল এলইডি ইলুমিনেশন ও ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ হাজির হবে এই বাইক।
আরও পড়ুন: টিভিএস ১১০ সিসির নতুন স্কুটার আনল
সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা।
এজেড