images

অটোমোবাইল

এই ইলেকট্রিক স্কুটার ১ চার্জে চলবে ১০০ কিমি, দাম মাত্র ৫০ হাজার

অটোমোবাইল ডেস্ক

১৬ জুলাই ২০২৪, ১১:২০ এএম

বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। যার মডেল লেকট্রিক্স এলএক্সএস ২.০। এই স্কুটার ফুল চার্জে কমছে কম ১০০ কিলোমিটার পথ চলতে পারে। ব্যাটারি সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে কেনা যাবে এই দুই চাকা। ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ হয়েছে এই মডেল।

স্কুটির উল্লেখযোগ্য ফিচার্স

এর ফুল চার্জে রেঞ্জ ১০০ কিলোমিটার। ব্যাটারি রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের। সর্বোচ্চ গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেবে ৯ সেকেন্ড। ছয়টি রঙে পাওয়া যাবে এই স্কুটি।

elec

এই ইলেকট্রিক স্কুটারে যে ব্যাটারি দেওয়া হয়েছে তার উপর ৩ বছর অথবা ৩০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি পাওয়া যাবে। প্রতিদিন যদি ৫০ কিলোমিটার চালানো হয় সেই হিসাবে এই ব্যাটারি ওয়ারেন্টি পাওয়া যাবে। এই ওয়ারেন্টি ২০ মাসের জন্য বৈধ থাকবে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড ২৫০ সিসির মোটরসাইকেল আনছে

কোম্পানির দাবি, ফ্লিপকার্টে বুকিংয়ের ২-৩ সপ্তাহের মধ্যে এটির ডেলিভারি পাওয়া যাবে। ভারতে সীমিত সময়ের জন্য এই স্কুটার পাওয়া যাবে মাত্র ৫০ হাজার রুপিতে।

এজেড