অটোমোবাইল ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম
বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ২৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে। এটি হান্টার সিরিজের বাইক হতে চলেছে।
রয়েল এনফিল্ডের পোর্টফোলিওতে যতগুলো বাইক রয়েছে সবই ৩৫০ সিসি বা তার বেশি। এর কম সিসির ইঞ্জিনে বাইক আনেনি কোম্পানি। তবে সেই শূন্যস্থানও পূরণ করতে চলেছে এনফিল্ড। ২৫০ সিসির বাইক লঞ্চ করার প্রস্তুতি শুরু করল কোম্পানি।
আরও পড়ুন: হোন্ডা দেশের বাজারে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল আনল
সর্বশেষ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি সেগমেন্টে ঝড় তুলেছিল। এটি কোম্পানির সবথেকে সস্তা মোটরসাইকেল। খুব শিগগিরই দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতে চলেছে হান্টার, তার আগে চমকে ঝুড়ি নিয়ে প্রস্তুত রয়েল এনফিল্ড। বাজারে এই মুহূর্তে হান্টার কিনতে গেলে এক্স শোরুম বাবদ খরচ হয় দেড় লাখ রুপি। সেই জায়গায় ২৫০ সিসির বাইকের দাম আরও একটু কম হতে পারে বলে মনে করছেন সবাই।
এই ২৫০ সিসির বাইকের জন্য আলাদা একটি ‘ভি’ প্ল্যাটফর্ম চালু করতে চলেছে কোম্পানি। এই বাইকে একদমই সাদামাটা ডিজাইন থাকবে। ২৫০ সিসি ইঞ্জিনের সঙ্গে ডিস্ক ব্রেক, এবিএস, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি ফিচার্স থাকতে পারে।
রয়েল এনফিল্ডের ২৫০ সিসির বাইক ২০২৬ অথবা ২০২৭ সালে লঞ্চ হতে পারে। দাম থাকতে পারে বেশ কম। তবে মুদ্রাস্ফীতির কথা চিন্তা করে এটি কিছুটা প্রিমিয়াম দামেও লঞ্চ হতে পারে। এখনও অবধি ২৫০ সিসির বাইকে সরাসরি কোনও প্রতিপক্ষ নেই। হাতে গোনা কয়েকটি মোটরসাইকেল ছাড়া। যে কারণে এই বাজারে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রয়েল এনফিল্ডের প্রথম ২৫০ সিসি বাইক
এটি যে রয়েল এনফিল্ডের প্রথম ২৫০ সিসি বাইক হতে চলেছে তা বলা ভুল হবে, কারণ ১৯৫০-৬০ এর দশকে রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ২৫০ নামে একটি ২৫০ সিসির মোটরসাইকেল বিক্রি হত। সেই স্মৃতিকে ফেরাতে নতুন টেকনোলজির সাহায্য নিচ্ছে কোম্পানি।
অনুমান করা হচ্ছে, এই বাইকের দাম যেহেতু কম থাকবে, তাই এটি তরুণ বাইক-প্রেমীদের আকর্ষিত করতে পারে। কারণ অনেকের ইচ্ছা থাকলেও রয়্যাল এনফিল্ড কিনে উঠতে পারে না। যার পেছনে অন্যতম কারণ দাম। পাশাপাশি বাইকের ওজন এবং তার গঠনও সঠিক মানায় না। তাই কেনার ইচ্ছা বাস্তবায়িত হয় না।
এজেড