images

অটোমোবাইল

সবচেয়ে বেশি বিক্রীত মোটরসাইকেল পালসার

অটোমোবাইল ডেস্ক

১১ মে ২০২২, ১২:০৩ পিএম

সবচেয়ে বেশি বিক্রীত মোটরসাইকেলের তমকা পেয়েছে বাজাজ পালসার। গত ছয় মাসে ভারতে পালসারের বিভিন্ন মডেল বিক্রি হয়েছে ১০ হাজার ইউনিট। যা রেকর্ড সংখ্যক। পালসার সিরিজে বেশি বিক্রি হয়েছে ২৫০ সিসির মডেল। 

বিগত কয়েক দশক ধরে ভারতের মোটরসাইকেল বাজারে অন্যতম জনপ্রিয় নাম পালসার। গত বছর অক্টোবরে বাজারে এসেছিল পালসার ২৫০ এর নতুন মডেল।

বাজাজ অটো জানিয়েছে, মাত্র ছয় মাসে এই মোটরসাইকেলের ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। 

pulsar

দুইটি ভার্সনে ভারতে লঞ্চ হয়েছিল বাজাজ পালসার ২৫০ মডের। এই মডেল দুইটি হল পালসার এন২৫০ ও পালসার এফ২৫০ মডেল।

শুরুতে দুইটি পৃথক রঙে এই বাইক এসেছিল। রেসিং রেড আইও টেকনো গ্রে কালারে এই মোটরসাইকেল বাজারে এসেছিল। সম্প্রতি গ্লসি ব্লু কালারে লঞ্চ হয়েছে বাজাজ পালসার ২৫০। নতুন রঙ ছাড়া এই বাইকে অন্য কোন ফিচার যুক্ত হয়নি।

বাজাজ পালসার ২৫০ সিরিজের দুটি মডেলেই রয়েছে ২৪৯.০৭ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৪.৫ বিএইচপি শক্তি ও ২১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটিতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে এলইডি লাইট, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটর ও ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট।

এজেড