images

অটোমোবাইল

সিবি সিরিজের ১২৫ সিসির বাইক আনল হোন্ডা

অটোমোবাইল ডেস্ক

২৫ মার্চ ২০২৪, ০১:২২ পিএম

১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনল হোন্ডা। এটি হোন্ডা সিবি সিরিজের বাইক। যার এন্ট্রি লেভেল ভার্সন সিবি ১২৫। কম সিসির বাইক হলেও এতে স্পোর্টি লুক রয়েছে। লুকের পাশাপাশি তুখোড় পারফরম্যান্স দিতে সক্ষম এই বাইক।

বাইকে যোগ করা হয়েছে ৫ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে। এই ফিচারটি নেওয়া হয়েছে সিবি১০০০ আর থেকে। স্পিডোমিটার থেকে ওডোমিটার সব থাকবে ডিজিটাল। এই স্ক্রিনে মাইলেজ থেকে ফুয়েল ইন্ডিকেটরসহ সমস্ত তথ্য দেখতে পাবেন। বাইকের ডিজাইনেও বেশ আপডেট করেছে কোম্পানি।

আরও পড়ুন: বাজাজের এই মোটরসাইকেল সুপার ডুপার হিট

চারটি নতুন রঙে লঞ্চ করা হয়েছে বাইক। কালোর সঙ্গে ম্যাট গ্রে মেটালিক, রিফ সি ব্লু মেটালিকের সঙ্গে ম্যাট গ্রে মেটালিক, পার্ল কুল হোয়াইটের সঙ্গে ম্যাট গ্রে মেটালিক, পার্ল স্প্লেন্ডর রেডের সঙ্গে ম্যাট গ্রে মেটালিক।

honda

ফিচার্স এবং ডিজাইন ছাড়া বাইকে আর কিছু বদল করা হয়নি। ইঞ্জিন যা ছিল তাই আছে। ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৪.৭ হর্সপাওয়ার এবং ১১.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার।

ব্রিটেনে মোটরসাইকেলের দাম জিবিপি ৪৬৯৯। যদিও এ দেশে 125 সিসির এমন মোটরসাইকেল হন্ডা লঞ্চ করবে কিনা তা একটি বড় প্রশ্ন। কমিউটার মোটরসাইকেলের পাশাপাশি এন্ট্রি-লেভেল সেগমেন্টে এমন হাই-পারফরম্যান্স বা স্পোর্টস বাইক লঞ্চ হলে তা যে বাংলাদেশি বাইক-প্রেমীদের ব্যাপক আকর্ষণ করবে তা বলার অপেক্ষা রাখে না।

এজেড