images

অটোমোবাইল

কাওয়াসাকি হাজার সিসির শক্তিশালী বাইক আনল

অটোমোবাইল ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ এএম

images

জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি হাজার সিসির নতুন বাইক আনল। মডেল জেড৯০০। এর আগে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নিনজা সিরিজের সর্বশেষ সংস্করণ ৫০০ মডেল আনে। এবার এলো আরও একটি শক্তিশালী বাইক। 

আরও পড়ুন: কাওয়াসাকি নতুন রেট্রো মোটরসাইকেল আনল

কাওয়াসাকি জেড৯০০ মডেল ১২৩ হর্স পাওয়ার তৈরি করতে পারে। যা প্রাইভেট কারের চেয়ে শক্তিতে কোনো অংশে কম না। 

দুরন্ত মাসকুলার ডিজাইনের মোটরসাইকেল এটি। 

boke

শক্তিশালী ইঞ্জিন এবং পারফরম্যান্স পাওয়া যাবে বাইকে। স্পোর্টি ডিজাইন এবং ছোট হেডলাইটের এই বাইক বাকিদের থেকে অনেকটাই আলাদা। আসলে কাওয়াসাকি বরাবর তাদের বাইকে সিগনেচার ছাপ রাখে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 

কাওয়াসাকি জেড৯০০ মোটরসাইকেলের ইঞ্জিন

এই বাইকে মিলবে ৯৪৮ সিসির ইনলাইন ৪ সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১২৫ হর্সপাওয়ার এবং ৯৮.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ। কাওয়াসাকি স্পোর্টস বাইকের যে ইতিহাস রয়েছে তা বজায় রেখেই হাজির হয়েছে জেড৯০০ এর ২০২৪ এডিশন।

হ্যান্ডলিংয়ের জন্য মিলবে সামনের চাকায় ইউএসডি ফর্ক সাসপেনশন এবং পেছনে মনোশক। সামনে রয়েছে ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ২৫০ মিলিমিটার ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

saki

ফিচার্সের ক্ষেত্রে থাকছে কালার টিএফটি ডিসপ্লে সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি। কাওয়াসাকি রাইডোলোজি অ্যাপ ডাউনলোড করে ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। ব্লুটুথ কানেক্টিভিটি থাকার ফলে নোটিফিকেশন অ্যালার্ট এবং নেভিগেশন ফিচার পাওয়া যাবে।

এছাড়াও মিলবে তিনটে রাইডিং মোড এবং তিনটি লেভেল পর্যন্ত ট্র্যাকশন কন্ট্রোল। বাইকে যে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে তা নন-সুইচেবেল। 

ভারতে এই বাইকের দাম রাখা হয়েছে ৯ লাখ ২৯ হাজার রুপি। যা এক্স-শোরুম রুম দাম। অন রোড প্রাইস বাবদ প্রায় ১২ লাখ রুপির বেশি খরচ করতে হতে পারে। 

এজেড