images

অটোমোবাইল

হিরোর নতুন চমক ম্যাভরিক

অটোমোবাইল ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ এএম

হিরো দুরন্ত রোডস্টার বাইক আনল। যা ম্যাভরিক ৪৪০ নামে বাজারে বিক্রি হচ্ছে। এটি একটি রোডস্টার বাইক। সম্পূর্ণ ভারতে ডিজাইনকৃত এই বাইক স্থানীয় কাঁচামাল দিয়েই তৈরি। 

আরও পড়ুন: বাজাজ ২০০ সিসির পালসার আনছে

হিরো ম্যাভরিক মোটরসাইকেলে রয়েছে ৪৪০ সিসির ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার উৎপন্ন হয়। সঙ্গে ৬ স্পিড গিয়ার। সর্বোচ্চ গতি ১৩৫ কিমি প্রতি ঘণ্টা।

hero2

বিশেষ ফিচার হিসেবে হিরো ম্যাভরিকে  রয়েছে এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি ফিচার্স।

লুক এবং পারফরম্যান্সের দিক দিয়ে দমদার মোটরসাইকেল হতে চলেছে হিরো ম্যাভরিক। তিনটি ভ্যারিয়েন্ট এবং পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেল।

mer

জানুয়ারিতে উন্মোচন হওয়ার সময় বাইকের বুকিং ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এমনটা জানানো হয় কোম্পানির তরফে। আশা করা যায় খুব শিগগিরই বাইকের দাম ও বুকিং সংক্রান্ত তথ্য প্রকাশ করবে হিরো মটোকর্প। এই বাইক বাজারে অসংখ্য মোটরসাইকেলকে চ্যালেঞ্জ জানাবে।

এজেড