images

অটোমোবাইল

সস্তার মোটরসাইকেলে দুর্দান্ত মাইলেজ

অটোমোবাইল ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

বাজারে হিরোর তৈরি যতগুলো কমিউটার মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্প্লেন্ডর। এই মডেলের সর্বাধুনিক ভার্সন স্প্লেন্ডর প্লাস। সস্তার এই মোটরবাইকের মাইলেজ দুর্দান্ত। 

আরও পড়ুন: এই ইলেকট্রিক বাইক দুর্দান্ত রেঞ্জ দিতে পারে

হিরোর তৈরি বাইকের মাইলেজ এবং দাম অনেকটাই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে হয়। আর তাই আম জনতার তালিকার প্রথমেই থাকে হিরোর বাইক। তবে সেরা বিক্রিত বাইকগুলোর একেবারে শীর্ষেই রয়েছে  হিরো স্প্লেন্ডর।

hero

হিরো স্প্লেন্ডরের একাধিক ভার্সন রয়েছে। যেমন প্লাস, প্লাস এক্সটেক, সুপার এবং সুপার এক্সটেক।  ভারতে হিরো স্প্লেন্ডর প্লাসের দাম পড়বে ৭৯ হাজার ৭০৩ রুপি।

হিরো স্প্লেন্ডর প্লাসে রয়েছে ৯৭.২ সিসির বিএস ৬ ইঞ্জিন। যা ৮ বিএইচপি পাওউয়ার আউটপুট এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। 

hero-2

হিরো স্প্লেন্ডরের মাইলেজ কত?

হিরো দাবি করছে এই বাইকের মাইলেজ লিটারে ৬০ কিলোমিটার প্লাস। 

এজেড