অটোমোবাইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১১:০১ এএম
মোটরসাইকেলের তুলনায় প্রাইভেট কারের রক্ষণাবেক্ষণ খরচ বেশি। আর সেই গাড়িটি যদি হয় স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি তবে তো কথাই নেই। সাধারণ সেডান বা হ্যাকব্যাক প্রাইভেট কারের তুলনায় এসইউভির খরচটা একটু বেশিই। এই দিক দিয়ে কিয়া সনেট অনেকটাই এগিয়ে। এই এসইউভির মাইলেজ যেমন বেশি তেমনি রক্ষণাবেক্ষণ খরচ কম।
আরও পড়ুন: মারুতি সুজুকির এই গাড়ি ৩৪ কিমি মাইলেজ দেয়
পাঁচটি পেট্রল এবং তিনটি ডিজেল সাব ৪ মিটার এসইউভি পরীক্ষা করার পর কিয়া’র এই গাড়িকে সবচেয়ে কম মেইনটেন্যান্স খরচের তকমা দিয়েছে ফ্রস্ট অ্যান্ড সুলিভান।

এই সেগমেন্টে যতগুলো গাড়ি বিক্রি হয় তার মধ্যে সবথেকে কম মেইনটেন্যান্স খরচ এই গাড়ির। এমনকি চার চাকার ওনারশিপ কস্টও বেশ কম।
কিয়া সনেট এসইউভি
বাজারে কিছু কিনতে যাওয়ার আগে ভ্যালু ফর মানি খুঁজে থাকেন ক্রেতারা। অর্থাৎ উপযুক্ত দামে সঠিক পণ্য। আর সেই পণ্য যদি আস্ত গাড়ি হয় তাহলে অনেক গবেষণা করার পরই কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু, এমনও অনেকেই আছেন যারা কম দামে কিনেও, গাড়ির মেইনটেন্যান্স খরচ তুলতে হিমশিম খান!

সবচেয়ে কম মেইনটেন্যান্স খরচ ডিজেল এসইউভির নামের তালিকায় শীর্ষে কিয়া সনেট। এই তথ্য জানিয়েছে, গ্রোথ অ্যাডভাইজরি সংস্থা ফ্রস্ট অ্যান্ড সুলিভান। তাদের সমীক্ষায় জানা গেছে, এই সেগমেন্টে অন্যান্য পেট্রোল গাড়ির থেকে ১৬ শতাংশ কম এবং ডিজেল গাড়ির থেকে ১৪ শতাংশ কম মেইনটেন্যান্স খরচ কিনা সনেটের।
এমনকি কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে গাড়িগুলোর গড় খরচের থেকে ৭ শতাংশ (পেট্রোল) এবং ২৩ শতাংশ (ডিজেল) কম।
ফ্রস্ট অ্যান্ড সুলিভান কোম্পানি গাড়িটির ১০ হাজার কিলোমিটারের পরিসংখ্যান যাচাই করে তারপর এই সিদ্ধান্তে আসে।
প্রতিষ্ঠানটির মতে, কিয়া সনেট ডিজেল সবথেকে বেশি জ্বালানি সাশ্রয়ী গাড়ি। কম্প্যাক্ট এসইউভির বাজারের থেকে ৬ শতাংশ কম জ্বালানি খরচ এই চার চাকার।
মেইনটেন্যান্স খরচ মিলিয়ে গাড়ির ওনারশিপ কস্টও বেশ কম। এই খরচের মধ্যে রয়েছে - গাড়ির দাম, মেইনটেন্যান্স খরচ, বিমা খরচ এবং জ্বালানি খরচ। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই কিয়া সনেটকে এই সবথেকে সস্তা গাড়ির তকমা দিয়েছে সংস্থা।
এজেড