images

অটোমোবাইল

মারুতি সুজুকির এই গাড়ি ৩৪ কিমি মাইলেজ দেয়

অটোমোবাইল ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

বাজারে যতগুলো মডেলের সিএনজিচালিত প্রাইভেট কার আছে তার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেয় মারুতি মারুতি ওয়াগন আর মডেল। কোম্পানি দাবি করছে ১ কেজি সিএনজিতে এই গাড়ি চলে ৩৪ কিলোমিটার। 

আরও পড়ুন: টাটার এই ইলেকট্রিক গাড়ি ফুল চার্জে ৩২৫ কিলোমিটার চলবে

পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এখন বহু গাড়িতে সিএনজি অপশনও পাওয়া যায়। মারুতি সুজুকির লাইনআপে যতগুলো চার চাকা রয়েছে, বেশিরভাগই সিএনজি ভার্সনে বিক্রি হয়। তেমনই একটি গাড়ি মারুতি সুজুকি ওয়াগনআর। যার মাইলেজ ৩৫ কিলোমিটার প্রতি কেজি।

মারুতি সুজুকি ওয়াগনআর সিএনজি

হ্যাচব্যাক সেগমেন্টে প্রচুর বিকল্প রয়েছে। এর মধ্যে বেশিরভাগ গাড়িতেই ফাটাফাটি মাইলেজ পাওয়া যায়। তবে আজ মারুতি সুজুকি ওয়াগনআরের মাইলেজ সবার চেয়ে বেশি। 

car-2

এই গাড়ির এলএক্সআই ভ্যারিয়েন্টে সিএনজি অপশন পাওয়া যায়। প্রতি লিটার জ্বালানিতে যে মাইলেজ দিয়ে থাকে গাড়িটি, তার থেকে অনেক বেশি মাইলেজ সিএনজিতে। প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই চার চাকা। আপনিও যদি বাজেটের মধ্যে একটি দমদার মাইলেজ সম্পন্ন গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি ভালো বিকল্প হতে পারে।

৫ সিটারের এই হ্যাচব্যাকে রয়েছে ১ লিটার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৫৫.০২ হর্সপাওয়ার এবং ৮২.১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়ির সর্বোচ্চ গতি ১৫২ কিমি প্রতি ঘণ্টা।

গাড়িতে আরাম ও বিনোদনের জন্য রয়েছে টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ৪ স্পিকার, রেডিও, এয়ার কন্ডিশনিং, রিয়ার পার্কিং সেন্সর, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোস রিয়ার সিট হেডরেস্ট, নেভিগেশন সিস্টেম ইত্যাদি। সেফটি ফিচার্স রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং, সেন্ট্রাল লকিং, স্পিড অ্যালার্ট ইত্যাদি।

এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টের দাম ভারতে ৬.৪৪ লাখ রুপি।

এজেড