images

অটোমোবাইল

টাটার এই ইলেকট্রিক গাড়ি ফুল চার্জে ৩২৫ কিলোমিটার চলবে

অটোমোবাইল ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৩, ১০:১০ এএম

টাটার তৈরি সাশ্রয়ী দামের ইলেকট্রিক গাড়ি পাঞ্চ ইভি। এই গাড়ি ফুল চার্জে ৩২৫ কিলোমিটার চলতে পারবে। পাঞ্চ ইভি মূলত একটি ইলেকট্রিক এসইউভি। এই গাড়ি শিগগিরই বাজারে আসছে।

এর আগে টাটা নেক্সন ইভি বিক্রি করত। এবার আসচে পাঞ্চ ইভি। এটি হবে ভারতের বাজারে সবচেয়ে কম দামের ইলেকট্রিক এসইউভি। 

আরও পড়ুন: মাহিন্দ্রার এই গাড়ি বৈদ্যুতিক দাম কমল ৪ লাখ

পাঞ্চ ইভি দুইটি ব্যাটারি প্যাক মাপের মাঝারি রেঞ্জ এবং লং রেঞ্জ সহ আসবে। ৩০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক সংস্করণের জন্য লং রেঞ্জ পাঞ্চ ইভির প্রত্যাশিত মাইলেজ ৩২৫ কিলোমিটার হতে পারে।

tata-ev

পাঞ্চ ইভি টিয়াগো ইভি এবং টিগোর ইভির একটি এসইউভি বিকল্প হবে। মাঝারি পরিসরের থেকে কিছুটা কম শক্তি থাকবে এই গাড়িতে। পাওয়ারও ১২৫ বিএইচপির ওপরে হবে বলে আশা করা হচ্ছে। 

পাঞ্চ ইভি নেক্সন ইভির চেয়ে বেশি প্রিমিয়াম হবে। যাতে স্টাইলিং পরিবর্তনসহ একটি ইভি নির্দিষ্ট গ্রিল ও চাকা থাকবে।  এই চাকায় আরও কিছু সংযোজন রাখতে পারে কোম্পানি। নেক্সন ইভির মত এলইডি হেডল্যাম্প ও একটি সংযুক্ত লাইট বার থাকবে টাটা পাঞ্চ ইভিতে। 

এটি আরও বৈশিষ্ট্যসহ পেট্রোল পাঞ্চের চেয়ে একটি বড় টাচস্ক্রিন নিয়ে আসবে। যেখানে এটি আলোকিত লোগোসহ একটি নতুন স্টিয়ারিং হুইলও পেতে পারে।

tata

পাঞ্চ ইভির সানরুফ, ওয়্যারলেস চার্জিং এবং কানেক্টেড গাড়ি প্রযুক্তির মতো প্রিমিয়াম ফিচার থাকবে। গুরুত্বপূর্ণভাবে এটিই হবে প্রথম টাটা ইভি যার চার্জিং পোর্টের অবস্থান সামনে রাখা হয়েছে। 

টাটার নতুন বৈদ্যুতিক গাড়ির দাম কত?

দামের ক্ষেত্রে পাঞ্চ ইভি নেক্সন ইভির নিচে কিন্তু টিগর/টিয়াগো ইভির উপরের বিভাগে রাখা হবে। তবে বাজারে এর প্রতিযোগীদের কথা মাথায় রেখে দামের ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা নেবে কোম্পানি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দামের কথা মাথায় রাখা হবে। টাকা ইতিমধ্যেই ২৫ লক্ষ রুপির নিচে বিভিন্ন অফার সহ ইভি রেসে এগিয়ে রয়েছে। এই মাইক্রো এসইউভি মূলধারার স্তরে আরও বেশি সাশ্রয়ী মূল্যের ইভি নিয়ে আসবে।

এজেড