images

অটোমোবাইল

বাজাজ চেতক: ইলেকট্রিক স্কুটারের রাজা

অটোমোবাইল ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

বাজারে যতগুলো মডেলের ইলেকট্রিক স্কুটার আছে তার জনপ্রিয়তায় এগিয়ে বাজাজ চেতক। সম্প্রতি এই স্কুটারে নতুন ভার্সন এসেছে। ভার্সনটির নাম আর্বান। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ড সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করবে 

২০২৪ এডিশনের বাজাজ চেতক আর্বান এডিশনের লুক ও ডিজাইন তার আগের মডেলের মতোই। মূল যে পরিবর্তনগুলো করা হয়েছে তা মূলত ইন্টারনাল। এই লেটেস্ট মডেলটি এখন সিঙ্গেল চার্জে ১১৩ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে, সেই জায়গায় আগের মডেলের রেঞ্জ ছিল ১০৮ কিলোমিটার।

BAJAJ-2

বাজাজ দাবি করছে, এই ১১৩ কিলোমিটার রেঞ্জ হল আইডিসি সার্টিফায়েড।

এই নতুন বাজাজ চেতক আর্বান ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে ১ লাখ ১৫ হাজার রুপি।

স্কুটারটিতে ২.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। 

BAJAJ

ফিচার্সের দিক থেকে নতুন বাজাজ চেতক আর্বান স্কুটারটি ব্যবহার করছে একই এলসিডি কনসোল। দুইটি ট্রিমের মধ্যে স্ট্যান্ডার্ড ট্রিমটি সর্বাধিক ৬৩ কিলোমিটার আওয়ার স্পিড দিতে পারে এবং ইকো রাইড মোডে লিমিটেড অ্যাপ কানেক্টিভিটিও পাবে স্কুটারটি। 

এদিকে আবার টেকপ্যাক ভ্যারিয়েন্টে রয়েছে স্পোর্টস মোড, যা সর্বাধিক ৭৩ কিলোমিটার আওয়ার স্পিড দিতে সক্ষম। এছাড়াও এই ভ্যারিয়েন্টে রয়েছে রিভার্স মোড, হিল হোল্ড এবং সমগ্র কানেক্টিভিটি স্যুট, যা স্মার্টফোন অ্যাপের সাহায্যে মিলবে। পাশাপাশি চেতক আর্বান মডেলটি ড্রাম ব্রেকও পেতে চলেছে স্ট্যান্ডার্ড হিসেবেই।

এজেড