images

অটোমোবাইল

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার পর করণীয়

অটোমোবাইল ডেস্ক

২৪ এপ্রিল ২০২২, ০৯:১৩ এএম

অনেকেই পুরনো মোটরসাইকেল কেনেন। পুরনো বাহন কেনার পর বেশ কিছু কাজ রয়েছে। যেগুলো না করলেই না। 

অনেকেই হয়তো জানেন না যা পুরনো মোটরসাইকেল কিনলে বিমা হস্তান্তর করতে হয়। বিমা কোম্পানিকে অবশ্যই এই সময়ের মধ্যে মোটরসাইকেল বিক্রির খবর দিয়ে দিতে হবে।

আগে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল অথবা স্কুটার কিনলে তা ট্রান্সফার করার জন্য অনেক সময় লেগে যেত। এই জন্য এক কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। আগে বিআরটিএ অফিসে গিয়ে এই কাজ করতে হতো। আর সেখানে থাকতো লম্বা লাইন। কিন্তু এখন অনলাইনেই কাজটিও এগিয়ে নেওয়া যায়।

second hand bikeফলে খুব সহজেই পুরনো মোটরসাইকেল ট্রান্সফার করে যাওয়া যাবে। আর বিমার নথিও স্ক্যান করে অনলাইনে আপলোড করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। এই জন্য ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় সব নথি আপলোড করে দিন। একবার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে প্রয়োজনীয় ফি জমা দিয়ে বিমা ট্রান্সফারের কাজ অনলাইনেই সম্পূর্ণ করে ফেলতে পারবেন। 

এজেড