images

অটোমোবাইল

ইলেকট্রিক স্কুটারের দাম কমল

অটোমোবাইল ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ১০:১০ এএম

পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। কিন্তু এসব বৈদ্যুতিক বাহনের দাম চড়া। তাই সাধ থাকলেও অনেকেরই সাধ্যে কুলায় না। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো আথের এনার্জি। ভারতীয় এই বৈদ্যুতিক স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান তাদের ইলেকট্রিক স্কুটারের দাম কমিয়েছে। 

আথের অ্যানার্জি তাদের ইলেকট্রিক স্কুটারে দাম ভারতে ৪০ হাজার রুপি পর্যন্ত কমিয়েছে। যদিও এই সুযোগ সীমিত সময়ের জন্য।

scuty

আথের ৪৫০এক্স এবং ৪৫০এস মডেলে ৪০ হাজার রুপি পর্যন্ত ছাড় দিয়েছে। ভারতের আরেকটি প্রতিষ্ঠান ওলা ইলেকট্রিক ও তাদের স্কুটারে ছাড় ঘোষণা করেছে। 

আথের একটি অফারের মাধ্যমে তাদের স্কুটারের দাম কমিয়েছে। আপনার যদি পুরনো পেট্রোলচালিত স্কুটার থাকে তবে সেটি বদলে আথেরের ইলেকট্রিক স্কুটার নিতে পারবেন। সেক্ষেত্রে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। 

আথের ৪৫০এক্স মডেল ৩.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। অন্যদিকে ৪৫০এস মডেলে দেওয়া হয়েছে ২.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। স্কুটার দুইটি ফুল চার্জে ৯০  থেকে ১১০ কিলোমিটার পথ চলতে পারতে। 

scutyi

এই দুই স্কুটারের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

প্রত্যেক স্কুটারেই রয়েছে স্মার্টফোন কানেকশন, এলইডি লাইটিং, ডিস্ক ব্রেক, ৭ ইঞ্চি টিএফটি কনসোল, অ্যাপ কানেক্টিভিটি, প্রসেসর এবং স্টোরেজ, ব্লুটুথ কানেকশন, ওটিএ আপডেট, ইমার্জেন্সি অ্যালার্ট, মিউজিক সিস্টেমসহ একগুচ্ছ ফিচার্স এবং স্পেসিফিকেশন।

এজেড