images

অটোমোবাইল

বেশিরভাগ মানুষ ভুলভাবে গাড়ির দরজা খোলেন

অটোমোবাইল ডেস্ক

২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

গাড়িতে ওঠা-নামার যেমন আদবকেতা রয়েছে। তেমনি গাড়ি দরজা খোলা ও বন্ধ করার নিয়ম-কানুন রয়েছে। 

গাড়ির দরজা খোলা নিয়ে, ১৯৭০ সালে প্রথম কৌশল সামনে আনে নেদারল্যান্ড। ইউরোপ থেকে ক্রমশ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এই কৌশল।

নেদারল্যান্ড থেকে যেহেতু এটির প্রচলন হয় তাই নাম দেওয়া হয়েছে 'ডাচ রিচ'। গাড়ি দরজা খোলার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত মূলত সেই সব কথাই উল্লেখ করা হয়েছে এখানে। এই ডাচ রিচ নিয়মটা ঠিক কী চলুন জেনে নেওয়া যাক।

car2

ডাচ রিচ কী?

গাড়ির দরজা খোলার সময় ড্রাইভার এবং প্যাসেঞ্জার তাদের সামনের হাত নয় দুরে যে হাতটি রয়েছে তা দিয়ে দরজা খোলেন। অর্থাৎ বাম দিকে দরজা হলে ডান হাত দিয়ে দরজা খুলতে বলা হয়। এ ক্ষেত্রে যে বিষয় মাথায় রাখতে হবে - দরজার দিকে পৌঁছান, পেছনে তাকান, ধীরে ধীরে দরজার খুলুন এবং ট্রাফিকে নজর দিন।

door2

ডাচ রিচের সুবিধা কী?

বিশ্বজুড়ে ভুলভাবে দরজা খোলার কারণে অনেক সাইক্লিস্ট, মটোরিস্ট দুর্ঘটনার মুখে পড়েন। ড্রাইভার অথবা যাত্রী পিছন দিকে না তাকিয়েই আচমকা দরজা খুলে দেন। এর ফলে পিছন থেকে আসা বাইক বা স্কুটার গাড়ির দরজায় ধাক্কা খান। যেহেতু এই পদ্ধতিতে আপনি ডান হাত দিয়ে বাম দিকের দরজা খোলেন তাই আপনার মাথা সামান্য বেন্ড হয় এবং পেছনের মানুষকে দেখতে পান।

দরজায় পুরোপুরি পৌঁছে, ধীরে ধীরে সেটা খুললে, পেছনে থাকা বাইক চালকের কাছে সময় থাকে সাবধান হওয়ার। তাছাড়া এর ফলে রিয়ার ভিউ মিররেও চোখ যায় আপনার। নিরাপদ দেখে তবেই গাড়ির দরজা খোলা উচিত।

এজেড